নবীজীর এক ইশারায় ডুবন্ত সূর্য আবার ফিরে এলো।


নবীজীর এক ইশারায় ডুবন্ত সূর্য আবার ফিরে এলো।

হাদীছ শরীফে বর্ণিত আছে,

عن أسماء بنت عميس رضي الله عنه قالت كان رسول الله عليه وسلم يوحي اليه ورأسه حجر علي عليه وسلم فلم يصل العصر حتي غربت الشمس، فقال رسول الله صلي الله عليه وسلم اللهم إن عليا كان في طاعتك وطاعة رسولك، فاردد عليه الشمس، قالت أسماء رضي الله عنه فرأيتها غربت ورأيتها طلعت بعد ما غربت

হযরত আসমা বিনতে উমাইস রদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর ওহী নাযিল হচ্ছিলো। উনার মাথা মুবারক হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম কোল মুবারকে ছিলো। এ অবস্থায় হযরত আলী কাররামালাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম আছরের নামায আদায় করতে পারেন নাই। আর সূর্যও ডুবে গিয়েছিলো। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া মুবারক করলেন, আয় আল্লাহ পাক হযরত আলী আলাইহিস সালাম আপনার এবং আপনার রসূলের আনুগত্যে ব্যস্ত ছিলেন, সূর্যকে পূর্বেরস্থানে ফিরিয়ে দিন। হযরত আসমা রদ্বিয়াল্লাহু আনহা বলেন, আমি সূর্যকে অস্তমিত হতেও দেখেছি আবার পূনরায় উদিত হতেও দেখেছি।"

(দলীল: মুজামুল কবীর তাবরানী ২৪/১৪৭ : হাদীছ ৩৯০, মাযমাউজ যাওয়ায়েদ ৮/২৯৭, বিদায়া ওয়ান নিহায়া ৬/৮৩, আশ শিফা ১/৪০০)

ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি একাধিক সনদে এ হাদীছ বর্ণনা করেছেন। ইমাম শায়বানী রহমতুল্লাহি আলাইহি উনার হাদায়েকুল আনোয়ার কিতাবে ১/১৯৩  বলেন, ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি উনার মুশকিলুল আছার কিতাবে সংকলন করেছেন। তিনি দুটো সনদে উল্লেখ করেছেন, দুটোই সহীহ। 
ইমাম জাওজী রহমতুল্লাহি আলাইহি এর সনদ নিয়ে আপত্তি করেছিলেন। কিন্তু ইমাম জালালুদ্দীন সূয়ুতি রহমতুল্লাহি আলাইহি সকল আপত্তি খন্ডন করে ডুবন্ত সূর্যকে ফিরিয়ে আনার বিষয় প্রমাণ করতে  كشف اللبس عن حديث الشمس নামক সতন্ত্র কিতাব রচনা করেন। তিনি একাধিক সনদে বিষয়টি প্রমাণ করেন। 

আমাদের নবীজীর মুজেজা পৃথিবীর কোন ফিজিক্স, কোন সূত্রের মূখাপেক্ষি না। সূর্য যদি উল্টা দিকে ঘোরা শুরু করে কিয়ামত হয়ে যাওয়ার কথা। এরপরও সময় সংশ্লিষ্ট আরো অনেক বিষয় থাকে।

কিন্তু নবীজীর এক ইশারায় ডুবন্ত সূর্য আবার ফিরে আসলো। সুবহানাল্লাহ!
পবিত্র মীলাদ শরীফ বিষয়ে লিখিত আন নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব।পর্ব-৭


পবিত্র মীলাদ শরীফ বিষয়ে লিখিত আন নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব।পর্ব-৭


সমাপ্ত
পবিত্র মীলাদ শরীফ বিষয়ে লিখিত আন নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব।পর্ব-৬


পবিত্র মীলাদ শরীফ বিষয়ে লিখিত আন নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব।পর্ব-৬


পবিত্র মীলাদ শরীফ বিষয়ে লিখিত আন নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব।পর্ব-৫


পবিত্র মীলাদ শরীফ বিষয়ে লিখিত আন নি'মাতুল কুবরা আলাল আলাম কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব।পর্ব-৫