আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকি আজ ।

আজ ৩রা শাবান ১৪৪১ হিজরী।
ঠিক ৬ বছর পুর্বে এই তারিখে ১৪৩৫ হিজরীতে ঢাকার রাজারবাগে প্রতিষ্ঠিত হয়েছিল আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল।
===============
" মহিলা দ্বারা মহিলাদের উন্নত চিকিৎসার গ্রহনের সর্বোত্তম নির্ভরযোগ্য হাসপাতাল" এই শ্লোগান নিয়ে শুরু হয়েছিল আল মুতমাইন্নার পথচলা।
যে শ্লোগানকে সামনে রেখে আজো আল মুতমাইন্নাহ এগিয়ে চলছে।

একজন পর্দানশীন মহিলা হওয়া সত্ত্বেও পর্দার সুব্যবস্থা সম্পন্ন হাসপাতাল না থাকার কারণে বা খোঁজ না পাওয়ার কারণে তিনি নিজেকে বেপর্দা থেকে হিফাযত করতে পারেন না।
বর্তমানে বাংলাদেশসহ গোটা পৃথিবীতে এমন কোন হাসপাতাল নেই যেখানে বড় বড় রোগের অপারেশনের ক্ষেত্রে সাধারনত পুরুষ ব্যতিত শুধুমাত্র মহিলা দ্বারা অপারেশন করা হয়।
কিন্তু মহান আল্লাহ পাক উনার যমীনে এমন একটি হাসপাতাল রয়েছে, যেখানে মহিলাদের যাবতীয় চিকিৎসা শুধুমাত্র মহিলা ডাক্তারের মাধ্যমেই করানো হয়। এমনকি বড় কোন অপারেশনের ক্ষেত্রেও পুরুষ ডাক্তার ব্যতীতই মহিলা ডাক্তারের মাধ্যমেই চিকিৎসা হয়ে থাকে।
চিকিৎসার জন্য যেন কোন মহিলাকে বেপর্দা হতে না হয় তার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল।
একজন স্বর্ণকার স্বর্ণ চিনে, কামার কখনো স্বর্ণ চিনে না। ঠিক তদ্রপ যিনি পর্দা করেন, পর্দার মূল্য বুঝেন এবং মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন। যিনি নিজের ইজ্জত-সম্মান ও পর্দা রক্ষা করতে চান তিনি ইজ্জত-সম্মান রক্ষা করার জন্য অবশ্যই আল-মুতমাইন্নাহ আসবেন।
মূলতঃ আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল হচ্ছেন- সকল মহিলাদের জন্য মহান আল্লাহ পাক উনার তরফ থেকে এক বিশেষ নিয়ামত।
অতএব, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেক মহিলাদের জন্য এবং আহালের ( স্বামী ) জন্য ফরয হচ্ছে তার আহলিয়াকে ( স্ত্রী ) মহান আল্লাহ পাক ও উনার হাবীব হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি-সন্তষ্টি হাছিলের লক্ষ্যে খাছ পর্দার সাথে শরীয়তসম্মতভাবে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল থেকে সু-চিকিৎসা গ্রহণ করা।
ঠিকানাঃ
৫ , আউটার সার্কুলার রোড,
রাজারবাগ, ঢাকা ১২১৭
( রাজারবাগ পুলিশ লাইন ৩ নং গেইটের বিপরীতে )
যোগাযোগঃ ০১৭১১০৫২৩৬৬