“উম্মতের কেউ এত লক্বব ব্যবহার করেননি” বাতিল ফিরকার মিথ্যাচারিতার জবাব (২)
“উম্মতের কেউ এত লক্বব ব্যবহার করেননি”
বাতিল ফিরকার মিথ্যাচারিতার জবাব (২)
মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বিরোধীতা করতে গিয়ে বাতিল ফিরকার লোকেরা আগে তারা বলতো স্বয়ং মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারও এত লক্বব মুবারক ছিলনা। আর এখন বলছে উম্মত এত লক্বব ব্যবহার করেননি। অর্থাৎ বাতিল ফিরকার এই বক্তব্য দ্বারা এটাই বুঝা যাচ্ছে যে, উম্মত এত লক্বব ব্যবহার না করলেও উম্মতের যিনি রসূল, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এত লক্বব মুবারক ব্যবহার করেছেন। সুতরাং বাতিল ফিরকার বক্তব্য দ্বারাই লক্বব ব্যবহার ‘সুন্নতে রসূল’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রমাণিত হয়।
এখানে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার ৪২ খানা, ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার ৩৮টি খানা এবং ইমাম বুখারী রহমতুল্লাহি` আলাইহি উনার ২৭টি লক্বব মুবারক উল্লেখ করা হলো-
মালিকী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম হযরত ইমাম
মালিক রহমতুল্লাহি আলাইহি উনার লক্বব মুবারক
১। حجة الـحديث (হুজ্জাতুল হাদীছ) ২। امام من ائمة الـمسلمين (ইমামুন মিন আইম্মাতিল মুসলিমীন) ৩। امام الفقه (ইমামুল ফিক্বহ) ৪। حارب البدعة (হারিবুল বিদ্য়াত) ৫। نازع الـمحلد (নাযিউল মুহিল্লাদ) ৬। الشيخ الكبير (আশ শাইখুল কাবীর) ৭। مقتدى الاقوم (মুক্তাদিয়ুল আক্বওয়াম) ৮। مسند الاكرم والافخر (মাসনাদুল আকরাম ওয়াল আফখর) ৯।امام مقتدى الامة (ইমামু মুক্তাদিউল উম্মাহ্) ১০। فخر الائمة (ফখরুল আইম্মা) ১১। نعم الامام السالك (নিয়ামুল ইমামুস্ সালিক) ১২। امام الائمة (ইমামুল আইম্মাহ) ১৩। فقيه الامة (ফক্বীহুল উম্মাহ্) ১৪। شيخ الاسلام (শাইখুল ইসলাম) ১৫। عالـم الـمدينة (আলিমুল মাদীনাহ) ১৬।امير الـمؤمنين فى الـحديث (আমীরুল মু’মিনীন ফিল হাদীছ) ১৭। ذو الاصبحى الـمدنى (যুল ইছবাহিল মাদানী) ১৮। النبوية امام دار الـهجرة (ইমামু দারিল হিজরতিন্ নুবুবিয়্যাহ) ১৯। احد اعلم الاسلام (আহাদু আ’লামিল ইসলাম) ২০। احد اعيان الامة (আহাদু আইয়ানিল উম্মাহ্) ২১। واحد اركان الـملة (ওয়াহিদু আরকানিল মিল্লাত) ২২। واحد ائمة الـمتبوعين(ওয়াহিদু আইম্মাতিল মাতবুঈন) ২৩। واحد من وضع له القبول فى الارض (ওয়াহিদু মান ওদায়া লাহুল কবূলা ফিল র্আদ) ২৪।واحد من سلمت له الامة والامامة فى الحديث والفقه جـميعا (ওয়াহিদুম মান সাল্লামাত লাহুল উম্মাতু ওয়াল ইমামাতু ফিল হাদীছ ওয়াল ফিক্বহ জামীয়া) ২৫। مالك العظمة (মালিকুল আ’যমাহ) ২৬। رأس الاجلة (রা’সুল আহিল্লাহ)্ ২৭।قدوة العلماء الـمدينة (কুদওয়াতুল উলামাইল মাদীনা) ২৮। يعجز اللسان (ইয়া’জিযুল লিসান) ২৯। امام الـمشهور (ইমামুল মাশহূর) ৩০। صدر الصدور (ছদরুছ ছুদূর) ৩১। اكمل العقلاء (আকমালুল উক্বালা) ৩২। اعقل الفضلاء (আ’ক্বালুল ফুযালা) ৩৩। وارث حديث الرسول (ওয়ারিছু হাদীছির রসূল) ৩৪। نشر فى امة الرسول الاحكام والفصول (নাশ্রুন ফি উম্মতির রসূল আল আহ্কাম ওয়াল ফুছূল) ৩৫। امير الـمؤمنين (আমীরুল মু’মিনীন) ৩৬। مفتى الـحرمين (মুফতিয়ুল হারামাঈন) ৩৭। عالـم اهل الـحجاز (আলিমু আহলিল হিযায) ৩৮। حجة فى زمانه (হুজ্জাতুন ফি যামানিহী) ৩৯। سراج الامة (সিরাজুল উম্মাহ্) ৪০। امام فى الـحديث والفقه (ইমামুন ফিল হাদীছ ওয়াল ফিক্বহ) ৪১। امام من ائمة الـمسلمين (ইমামুন মিন আইম্মাতিল মুসলিমীন) ৪২। الـمجتهد الـمطلق (আল মুজতাহিদুল মুতলাক)। (আত্তারগীব ওয়াততারহীব-১৪, মুয়াত্তায়ে মালিক-৯, আওযাজুল মাসালিক-৪, মুক্বাদ্দামায়ে কিতাবুল হুজ্জাহ, মুক্বাদ্দামায়ে শরহে যুরকানী)
এই ৪২ খানা লক্বব মুবারক ছাড়াও ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার আরো বহু লক্বব মুবারক কিতাবে উল্লেখ আছে। কলেবর বৃদ্ধির আশঙ্কায় বর্ণনা সংক্ষিপ্ত করা হলো।
শাফিয়ী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম হযরত ইমাম
শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার লক্বব মুবারক
১। الامام الاكبر (আল্ ইমামুল আকবার) ২। الـمجتهد الاعظم (আল মুজতাহিদুল আ’যম) ৮। سراج لـحملة الاثار (সিরাজুন লি হামলাত্লি আছার) ৯। نقلة الاخبار (নাক্বলাতুল আখবার) ১০। طويل سائل الـخدين (তাবীলু সায়িলিল্ খাদীন) ১১। قليل لحم الوجه (ক্বালীলু লাহ্মিল ওয়াজহি) ১২। خفيف العارضين (খাফীফুল আরিদীন) ১৩। طويل العنق (তাবীলুল্ উনুক্ব) ১৪। طويل القصب (ত্বাবীলুল্ ক্বুসুব্) ১৫। حسن الصوت (হুসনুছ ছাঊত) ১৬। حسن السمت (হুসনুছ ছুমত) ১৭। عظيم العقل (আযীমুল আক্বল) ১৮। حسن الوجه (হুসনুল ওয়াজ্হ) ১৯। حسن الـخلق (হুসনুল খুল্ক) ২০। مهيب (মুহীব) ২১। فصيح (ফছীহ্) ২২। كثير الاستقام (কাছীরুল ইসতিক্বাম) ২৩। مكتصد فى لباسه (মুকতাছিদুন ফি লিবাছিহী) ২৪। اشجع الناس (আশজাউন্ নাস) ২৫। امام الشريعة (ইমামুশ্ শারীয়াহ্) ২৬। امام فى كل شىء (ইমামুন ফিকুল্লি শাইই) ২৭। امام الـمذهب (ইমামুল মাযহাব) ২৮। الـمحدث (আল মুহাদ্দিছ) ২৯। الفقيه (আল ফক্বীহ্) ৩০। الـهاشـمى (আল হাশিমী) ৩১। الشافعى (আশ্ শাফিয়ী) ৩২। الغازى (আল গাঘী) ৩৩। فاتح الفقه من القفل (ফাতিহুল্ ফিক্বহ মিনাল কুফলি) ৩৪। كامل كل شىء (কামিলু কুল্লা শাইয়ি) ৩৫। افهم من قريش (আফহামু মিন কুরাঈশ) ৩৬। افضل اهل زمانه (আফযালু আহ্লে যামানা) ৩৭। افرس الناس (আফরসুন্ নাস) ৩৮। الـمجتهد الـمطلق (আল মুজতাহিদুল মুতলাক)। (মা’য়ারিফুস্ সুনান ওয়াল আছার, আহকামুল কুরআন লিশ্ শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি, আহ্কামুল কুরআন পৃষ্ঠা ১২, তারগীব ওয়াত্ তাহরীব পৃষ্ঠা ১২)
এই ৩৮টি লক্বব মুবারক ছাড়াও ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি উনার আরো বহু লক্বব মুবারক কিতাবে উল্লেখ আছে। কলেবর বৃদ্ধির আশঙ্কায় বর্ণনা সংক্ষিপ্ত করা হলো।
বুখারী শরীফ উনার লিখক ইমাম হযরত মুহম্মদ ইবনে ইসমাঈল
বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার লক্বব মুবারক
১। امير الـمؤمنين فى الـحديث (আামীরুল মু’মিনীন ফিল হাদীছ) ২।رئيس الـمحدثين فى القديـم والـحديث (রঈসুল মুহাদ্দিছীন ফিল ক্বদীম ওয়াল হাদীছ) ৩। استاذ الحافظ (উস্তাজুল হুফ্ফায) ৪।امام الدنيا فى الـحديث (ইমামুদ্ দুনিয়া ফিল হাদীছ) ৫। شيخ الـحديث (শায়খুল হাদীছ) ৬। امام الـهمام (ইমামুল হুমাম) ৭। استاذ الاساتذين (উস্তাজুল আসাতিযীন) ৮। سيد الـمحدثين (সাইয়্যিদুল মুহাদ্দিছীন) ৯।طبيب الـحديث فى علله (ত্ববীবুল হাদীছ ফী ইলালিহী) ১০। الـحافظ الـحفيظ (আল হাফিযুল হাফীয) ১১। الـمميز الناقد البصير (আল মুমাইয়্যিযুন্ নাকিদুল বাছীর) ১২। حجة الاسلام (হুজ্জাতুল ইসলাম) ১৩।امام الـمسلمين (ইমামুল মুসলিমীন) ১৪। قدوة الـموحدين (কুদওয়াতুল মুওয়াহ্হিদীন) ১৫। الـمقدم فى قوله وفعله (আল মুক্বাদ্দামু ফী ক্বওলিহী ওয়া ফি’লিহী) ১৬। صاحب فضل الـمتواتر (ছাহিবু ফাযলিল মুতাওয়াতির) ১৭। العلم الصحيح (আল ইলমুছ্ ছহীহ্) ১৮। الكامل الوافر (আল কামিলুল ওয়াফির) ১৯। امام الائمة الـحديث (ইমামুল আইম্মাহতিল হাদীছ) ২০। ناصر الاحاديث النبوية (নাছিরুল আহাদীছিন্ নুবুবিয়্যাহ) ২১।ناصر الـموارث (নাছিরুল মাওয়ারিছ) ২২। استاذ الاساتذة (উস্তাজুল আসাতিজা) ২৩। الـحافظ الناقد (আল হাফিযুন্ নাক্বিদ) ২৪। شيخ الاسلام (শাইখুল ইসলাম) ২৫। جبل الـحفظ (জাবালুল হিফয) ২৬। امام الدنيا (ইমামুদ্ দুনিয়া) ২৭। امام الـمحدثين (ইমামুল মুহাদ্দিছীন) (বুখারী শরীফ-১/৩, উমদাতুল ক্বারী-১/২, জাওয়াহিরুল বুখারী, বুখারী শরহে কিরমানী, তানযীমুল আশতাত, আশয়াতুল লুময়াত-১/৯, তারীখুল কাবীর)
এই ২৭টি লক্বব ছাড়াও ইমাম বুখারী রহমতুল্লাহি` আলাইহি উনার আরো বহু লক্বব মুবারক কিতাবে উল্লেখ আছে।
“উম্মতের কেউ এত লক্বব ব্যবহার করেননি” বলে জনগণকে মিথ্যাচারিতা করতো বাতিল ফিরক্বার গোমরাহ’রা এখন কি বলবে?