২৯৮ নং- সুওয়াল : একজন মুসলমানের পক্ষে আধুনিক পর্দা কতটুকু প্রয়োজন?


সুওয়াল : একজন মুসলমানের পক্ষে আধুনিক পর্দা কতটুকু প্রয়োজন?
জাওয়াব :  পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবরক হয়েছে,
ان الدين عندا لله الاسلام.
অর্থঃ- মহান আল্লাহ পাক উনার নিকট একমাত্র মনোনীত দ্বীন হলো- ইসলাম।     
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,   
ومن يبتغى غير الاسلام دينا فن يقبل منه وهو فى الاخرة من الخاسرين.
অর্থঃ- যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্যকোন দ্বীন বা ধর্ম তালাশ করে বা গ্রহণ করে, তার নিকট হতে মহান আল্লাহ পাক তিনি তা কখনোই কবুল করবেন না। আর সে পরকালে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত হবে।       
আর মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما- كتاب الله وسنتى. 
অর্থঃ- আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সে দুটিকে আঁকড়ে থাকবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবেনা। তাহলো- আল্লাহ পাক উনার কিতাব এবং আমার আদর্শ মুবারক।
প্রত্যেক মুসলমানের জন্য শরয়ী পর্দার হুকুম পালন করা ফরজ। পুরুষদের পর্দা প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফ উনার মধ্যে বলেন,
قل للمؤمنين يغضوا من ابصارهم  ويحفظوا فروجهم ذالك ازكى لهم.      

অর্থঃ- হে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নীচু করে রাখে এবং তাদের লজ্জাস্থানকে হিফাযত করে, এটা তাদের পবিত্রতার কারণ। আর মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পুরুষদের প্রসঙ্গে বলেন,
الديوث لا يدخل الجنة.
অর্থঃ- দাইয়ূস বেহেশ্তে প্রবেশ করবে না।” (দাইয়ূস হলো ঐ ব্যক্তি, যে তার অধিনস্থদের মধ্যে পর্দা করেনা এবং করায়না)           মহান আল্লাহ পাক তিনি মেয়েদের পর্দা সম্পর্কে বলেন,
  قل للمؤمنات يغضضن من ايصارهن ريحفظن فروحهن ولا يبدين زينتهن.
 অর্থঃ- “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হিফাযত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে।
মহান আল্লাহ পাক তিনি আরো বলেন,
           وقرن فى بيو تكن ولا تبر جن تبرج الجا هلية الاولى.
অর্থঃ- তোমরা তোমাদের ঘরে অবস্থান কর, আইয়ামে জাহেলিয়াতের ন্যায় বেপর্দা হয়ে সৌন্দর্য প্রদর্শন করোনা। 
কারণ মেয়ে লোকেরা ঘর থেকে বের হলে শয়তান তাদের দ্বারা পাপ কাজ করানোর কোশেশ করে। এ প্রসঙ্গে আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
المرأة عورة فاذا خرحت استشر فها الشيطان. 
অর্থঃ- মেয়েরা পর্দায় অবস্থান করবে। যখন কোন মেয়েলোক ঘর থেকে (বেপর্দা হয়ে) বের হয়, তখন শয়তান তার দ্বারা পাপ কাজ করানোর চেষ্টা চালায়।     অতএব আধুনিক ইসলাম বলতে কোন ইসলাম নেই এবং আধুনিক পর্দা বলতেও কোন পর্দা নেই। মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে মহাসম্মানিত দ্বীন ইসলাম দিয়েছেন, তাতে যে পর্দার হুকুম আছে, সেটাই অত্যাধুনিক এবং চিরন্তন। সে অনুযায়ী প্রত্যেককে চলতে হবে। আধুনিক ইসলাম ও আধুনিক পর্দার নাম দিয়ে মানুষ ইসলাম ও পর্দার যে বিকৃত অর্থ করে, তা কুফরীর নামান্তর।
আবা-২১

0 Comments: