২৭৮ নং- সুওয়াল: রোজা রেখে টুথপেষ্ট দাঁতের মাজন, কয়লা বা ছাই ইত্যাদি দ্বারা দাঁত মাজলে রোজার কোন ক্ষতি হবে কি?


সুওয়াল: রোজা রেখে টুথপেষ্ট দাঁতের মাজন, কয়লা বা ছাই ইত্যাদি দ্বারা দাঁত মাজলে রোজার কোন ক্ষতি হবে কি?
জাওয়াব: উপরে উল্লিখিত মাজনের দ্বারা দাঁত মাজলে রোজা মাকরূহ্ হবে। তবে যদি মাজনের সামান্য পরিমাণ ভিতরে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে এবং কাযা করা ওয়াজিব হবে, কাফফারা আদায় করতে হবে না। (আলমগীরী)
আবা-২০

0 Comments: