সম্মানিত যাকাত ও উশর সংক্রান্ত তা’লীম । পর্ব-৩৮

No photo description available.








সম্মানিত যাকাত ও উশর সংক্রান্ত তা’লীম

লিখিত পরীক্ষা; বিষয়: সম্মানিত যাকাত ও উশর
পূর্ণমান: ৫০; সময়: ১৫ মিনিট

নাম : ......................................................................................
জেলা/আঞ্জুমান : ................................. মোবাইল : .........................
১. যাকাত শব্দের অর্থ কি?                                                         
(ক) উপার্জন করা (খ) প্রশান্তি ও ইতমিনান (গ) বারাকাত বা বৃদ্ধি এবং পবিত্রতা, পরিশুদ্ধি (ঘ) আত্মউপলব্ধি।
২. اتَاء الزَّكَاة (ঈতাউয যাকাত) অর্থ কি?                                       
(ক) নিজের ও অন্যদের থেকে আদায় ও যাচাই করে হক্ব জায়গায় প্রদান (খ) খরচ করা (গ) তাজকিয়া অর্জন (ঘ) বিতরণ করা।
৩. কোন আম গাছে ৫০টি আম ধরল বিনা পরিশ্রমে, তার কতগুলি উশর দিতে হবে? ক) ১০টি (খ) ১২টি (গ) ৭টি (ঘ) ৫টি।                                        
৪. পরিশ্রম করে ২০ মন ধান উৎপন্ন করলে নিছফে উশর কতটুকু দিতে হবে? (ক) ২ মণ (খ) ১ মণ (গ) ১০ মণ (ঘ) ৪ মণ।                        
৫. “আপনি সে উম্মতের জন্যে দুআ করুন যিনি আপনার কাছে যাকাত পৌছাবে” মহান আল্লাহ পাক নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উম্মতের প্রতি দোয়া করার নির্দেশ মুবারক দিয়েছেন পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এ রকম কয়টি আয়াত শরীফ আছে?                       
(ক) ২ টি (খ) ১ টি (গ) ১০ টি (ঘ) ৪ টি।
এবং কোন আয়াত শরীফ টি? - পবিত্র সূরা তওবা শরীফ উনার আয়াত শরীফ নং (ক) ১০২ (খ) ১০০ (গ) ১০৩ (ঘ) ১০৪।
৬. সম্মানিত যাকাত উনার গুরুত্ব ৪টি এর মধ্যে ৩টি হচ্ছে- ১) যাকাত দ্বীন ইসলাম উনার বুনিয়াদ বা স্তম্ভ¢, ২) যাকাত ফরয, ৩) স্বচ্ছল হওয়ার উপায়; আর অবশিষ্ট রইল কোনটি?                                                       
উত্তর: (ক) সমান ফযীলত (খ) ফরয ও সুন্নত আদায় (গ) বেমেছাল দুআ (ঘ) ঈমান উনার দলীল।
৭. যাকাত না দিলে সবচেয়ে বেশি ক্ষতি কি?                                    
উত্তর: (ক) জিহাদের সম্মূখীন ও সবক্ষেত্রে হালাক (খ) মাল-সম্পদ বিনষ্ট হবে (গ) সম্পদ কমে যাবে (ঘ) গুনাহ্গার হবে।

৮. যাকাত প্রদানের ক্ষেত্রে যাচাই করতে হবে ৪টি বিষয়, এর মধ্যে ৩টি হচ্ছে (১) ঈমান-আক্বীদা বিশুদ্ধ কিনা? (২) ফাসিক-ফুজ্জার কিনা? (৩) রিয়া এবং ইহানত হয় কিনা? আর অবশিষ্ট রইল কোনটি?                        
উত্তর: (ক) গুমরাহ্ কিনা (খ) পবিত্র ইসলাম উনার নামে অনৈসলামিক আমল করে কিনা? (গ) দুনিয়াদার কিনা (ঘ) সুদ খায় কিনা?
৯. “মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ সম্মানিত যাকাত- ফিত্বরা, উশর, কুরবানীর চামড়া, দান-ছদকা, মান্নত-কাফফারা কবুল হওয়ার সর্বোত্তম এবং একমাত্র স্থান: ৪টি বিষয় এর মধ্যে ৩টি হচ্ছে- ১) আক্বীদা বিশুদ্ধ, ২) উদ্দেশ্য আল্লাহওয়ালা হওয়া, ৩) মুত্তাকী পরহেযগার; আর অবশিষ্ট রইল কোনটি?                                                                          
উত্তর: (ক) অনেক বড় মাদরাসা, (খ) পাকা বিল্ডিং, (গ) অনেক ছাত্র, (ঘ) সর্বক্ষেত্রে পরিপূর্ণ শরীয়ত উনার অনুসরণ
১০. সম্মানিত যাকাত আদায়কারী উনাদের ফযীলত সংক্রান্ত ৪টি বিষয় এর মধ্যে ৩টি হচ্ছে (১) যাকাত দাতার সমান ফযীলত, (২) ফরয ও সুন্নত আদায়, (৩) শরীয়তের খিলাফ/ জুলুমের প্রতিবাদ; আর অবশিষ্ট রইল কোনটি?               
উত্তর: (ক) অনেক টাকা প্রাপ্তি, (খ) আমল ঠিক হওয়া, (গ) বেমেছাল দোআ লাভ, (ঘ) ইলম হাছীল।
১১. সম্মানিত যাকাত সংক্রান্ত সম্পর্কোন্নয়ন তালিকা ৪টি করা হয়, এর মধ্যে ৩টি হচ্ছে (১) আনজুমান ভিত্তিক: এলাকাভিত্তিক প্রতিবেশী ৪০টি বাড়ী, (২) সেক্টর/পেশা ভিত্তিক: যে যেই পেশার সাথে জড়িত, (৩) প্রবাসী/বিদেশীদের থেকে; আর অবশিষ্ট রইল কোনটি?                                                
উত্তর: (ক) সমষ্টিগত, (খ) ব্যক্তিগত - কমপক্ষে ৯৯ জন, (গ) পারিবারিক    (ঘ) সম্মিলিতভাবে।
১২. সম্মানিত যাকাত সংক্রান্ত কাজে ৪টি বিষয় আছে, এর মধ্যে ৩ টি হচ্ছে (১) সম্পর্কোন্নয়ন তালিকা, (২) চিঠি প্রদান, (৩) যাকাত আদায়/প্রদান; আর অবশিষ্ট রইল কোনটি?                                                              
উত্তর: (ক) আলোচনা- সম্পর্কোন্নয়ন করা , (খ) মিটিং করা, (গ) সংকোচ করা, (ঘ) জিহাদ করা।


যাকাত প্রদান করুন


মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার একাউন্ট নাম্বার সমূহ-

Account no.1
Muhammadia Jamia Shareef Madrasa & yatimkhana

A/C-200007569
Sonali Bank Limited, Malibag Branch
Dhaka, Bangladesh



Account no.2
name:-MD. Mufizul Islam

A/C-1020335489001 Naya-paltan branch
IFIC Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: IFICBDDH



Account no.3
name:-MD. Mufizul Islam

A/C-108101277050 Shantinaghar branch
Dutch Bangla Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: DBBLBDDH



Account no.4
Dutch Bangla mobile Banking-017187407422

Account no.5
Bkash-(parsonal) 01718740742, 01876043934, 01990770065
Bkash-(Agent)- 01709672605

মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা এই প্রতিষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ।পর্ব-৩৭

Image result for মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা।এই প্রতিষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ


* আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ : ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাওউফ শিক্ষাদানের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক হাছিল তথা খালিছ আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী হওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
* শরয়ী পর্দা পালন : এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ শরয়ী পর্দার সাথে বালক ও বালিকাদের শিক্ষার সুব্যবস্থা করা হয়েছে। এখানে বালক শাখার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকেই পুরুষ এবং বালিকা শাখার সকল শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকেই মহিলা।
* অবাঞ্ছিত সংগঠন বা দলের সাথে সম্পৃক্ত নয় : এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা- পবিত্র দ্বীন ইসলাম উনার নামে অনৈসলামিক কর্মকা- যেমন- মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজি, হরতাল, লংমার্চ, কুশপুত্তলিকা দাহ ইত্যাদি হারাম ও কুফরীমূলক কাজের সাথে এবং এ ধরনের কোন প্রকার অবাঞ্ছিত সংগঠন বা দলের সাথে সম্পৃক্ত নয়।
* মহাসম্মানিত সুন্নত উনার অলঙ্কারে অলঙ্কৃত : এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যকলাপ এবং মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সব কিছুই মহাসম্মানিত সুন্নত উনার অলঙ্কারে অলঙ্কৃত হওয়া শর্ত।
* তাহাজ্জুদ নামায ও যিকির-ফিকির বাধ্যতামূলক : উঠা-বসা, কথাবার্তা, পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়াসহ প্রাত্যহিক জীবনের সর্বক্ষেত্রে হাক্বীক্বীভাবে সুন্নত উনার আমলসহ তাহাজ্জুদ নামায ও যিকির-ফিকির বাধ্যতামূলক।
* আদব-কায়দা ও নিয়ম-শৃঙ্খলা শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ।
* ক্বিরায়াত শরীফ, হামদ শরীফ, না’ত শরীফ, কাছীদা শরীফ, জরুরী মাসয়ালা-মাসায়িল ও ইসলামী সাহিত্য অনুশীলনের সুব্যবস্থা।
* পাঁচটি ভাষা ভিত্তিক লেখা পড়া : আরবী, বাংলা, উর্দূ, ফারসী ও ইংরেজি এ পাঁচটি ভাষার উপর বিশেষভাবে জোরদার ও বিশুদ্ধ উচ্চারণে গুরুত্বারোপ। বিশেষ করে আরবী, উর্দূ, ফারসী ও ঝঢ়ড়শবহ ঊহমষরংয-এ দক্ষ শিক্ষক-শিক্ষিকাগণের তত্ত্বাবধান।
* নিজস্ব ভবনে শিক্ষা-দীক্ষা।
* রাজধানীর প্রাণকেন্দ্রে অধিকতর নিরাপত্তায় ও মনোরম পরিবেশে অবস্থিত। সীমিত আসনে প্রতিটি ক্লাসে পাঠদান।
* বোর্ড পরীক্ষা : নিজস্ব সিলেবাসের অধীনে বোর্ড পরীক্ষার ব্যবস্থা।
* বর্তমানে শিশু শ্রেণী হতে উচ্চতর শ্রেণী মুকাম্মিল/কামিল) পর্যন্ত ক্লাস চলছে।
* রুটিন মাফিক তত্ত্বাবধান : সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাগণের রুটিন মাফিক সার্বক্ষণিক তত্ত্বাবধান ও শিক্ষা প্রদান।
* হাফিয, মেধাবী ও গরীব ছাত্রদের বিশেষ সুযোগ-সুবিধা বিবেচনাধীন।
* সুদক্ষ হাফিয ছাহেবগণের তত্ত্বাবধানে হিফযখানা পরিচালিত।
* বালিকা মাদরাসা : সম্পূর্ণ যোগ্যতমা মহিলা শিক্ষিকাগণের দ্বারা পরিচালিত। ছাত্রীদের সম্মানিত শরীয়তসম্মত (খাছ) পর্দা রক্ষা করা হয়।
* স্বাস্থ্যসম্মত খাবার-দাবার : আবাসিক শিক্ষার্থীদের রুটিন মাফিক উন্নত মানের স্বাস্থ্যসম্মত খাবার-দাবারের ব্যবস্থা।
* মেডিকেল চেকআপ : বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে মেডিকেল চেকআপ করা হয়।
* শিক্ষা সফর ও ভ্রমণ : শরীয়ত ও সুন্নতী কায়দায় শিক্ষা সফর ও ভ্রমণের ব্যবস্থা রয়েছে।* আহলে সুন্নত ওয়াল জামায়াত ভিত্তিক পরিচালিত : অত্র প্রতিষ্ঠানখানা যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, গাউছূল আ’যম, আওলাদে রসূল, মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার কর্তৃক প্রতিষ্ঠিত ও ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক তথা মুবারক নেক দৃষ্টি দ্বারা পরিচালিত। তাই শুধু কিতাবী ইলম হাছিলই নয় বরং আহলে সুন্নত ওয়াল জামায়াত ভিত্তিক ছহীহ আক্বীদা শিক্ষা দেয়া হয়।
* আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ : ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাউফ শিক্ষাদানের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক হাছিল তথা খালিছ আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী হওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

১(ক). পবিত্র সূরা হা-মীম সাজদাহ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৬-৭ (২৯, ৬১ ও ৬৬ পৃষ্ঠা দ্রষ্টব্য)
১(খ). পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৭৭ (২২ ও ৬১ পৃষ্ঠা দ্রষ্টব্য)
১(গ). পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১১০
২. পবিত্র সূরা নামল শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩ (২৮ ও ৭৮ পৃষ্ঠা দ্রষ্টব্য)
২(ক). নাসায়ী শরীফ : কিতাবুয যাকাত : বাবু উযূবিয যাকাত : হাদীছ শরীফ নং ২৪৩৭ (৪৫ ও ৬১ পৃষ্ঠা দ্রষ্টব্য)
৩. শু‘য়াবুল ঈমান লিল বাইহাক্বী, মিশকাত শরীফ ২য় খ- ১২৯ পৃষ্ঠা : হাদীছ শরীফ নং ২৭৮৭ (৬৯ পৃষ্ঠা দ্রষ্টব্য)
৪. তাফসীরে কুরতুবী ৮ম খ-, ৮১ পৃষ্ঠা, সূরা তওবা শরীফ- আয়াত শরীফ নং ১২, প্রকাশনী : দারুল কিতাবুল মিছরিইয়্যা, কায়রো, ১৩৮৪ হিজরী; তাফসীরে রূহুল মায়ানী ৫ম খ-, ২৫২ পৃষ্ঠা, সূরা তওবা শরীফ, প্রকাশনী : দারুল কিতাবুল ‘ইলমিইয়্যা, বৈরুত, ১৪১৫ হিজরী; তাফসীরে খযীন ২য় খ-, ৩৩৯ পৃষ্ঠা, সূরা তওবা শরীফ, প্রকাশনী : দারুল কিতাবুল ‘ইলমিইয়্যা, বৈরুত, ১৪১৫ হিজরী; তাফসীরে বাগবী ৩য় খ-, ৩৩৬ পৃষ্ঠা, প্রকাশনী : দারুস সালাম লিন নাশার ওয়াত তাওযী’, রিয়াদ, ১৪১৬ হিজরী; তারগীব ওয়াত তারহীব ২য় খ-, ২২৪ পৃষ্ঠা, হাদীছ শরীফ নং : ১৪৭৬, প্রকাশনী : দারুল হাদীছ, কায়রো, ১৪১৪ হিজরী (৭১ পৃষ্ঠা দ্রষ্টব্য)
৫. পবিত্র সূরা রূম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৯ (৬৩ পৃষ্ঠা দ্রষ্টব্য)
৬. ত্ববারানী শরীফ (৭১ পৃষ্ঠা দ্রষ্টব্য)
৭. মিশকাত শরীফ (৭০ পৃষ্ঠা দ্রষ্টব্য)
৮(ক). বুখারী শরীফ : কিতাবুয যাকাত : বাবু উজূবিয যাকাত : হাদীছ শরীফ নং ১৩৯৯ (১৪ পৃষ্ঠা দ্রষ্টব্য)
৮(খ). বুখারী শরীফ : কিতাবুয যাকাত : বাবু উজূবিয যাকাত : হাদীছ শরীফ নং ১৪০০ (১৫ পৃষ্ঠা দ্রষ্টব্য)
৮(গ). পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৬১ (৩৩ ও ৮০ পৃষ্ঠা দ্রষ্টব্য)
৯. পবিত্র সূরা ত্বলাক শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭ (৪৩ পৃষ্ঠা দ্রষ্টব্য)
১০. বুখারী শরীফ কিতাবুল ঈমান : বাবু দু‘আয়ুকুম ঈমানুকুম : হাদীছ শরীফ নং ৮ (৪৩ পৃষ্ঠা দ্রষ্টব্য)
১১.
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اُمِرْتُ اَنْ اُقَاتِلَ النَّاسَ حَتّٰى يَشْهَدُوْا اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَاَنَّ مُـحَمَّدًا رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ.
অর্থ : “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “আল্লাহ পাক তিনি আমাকে আদেশ করেছেন, ঐ সমস্ত মানুষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য, তাদেরকে কতল করে দেয়ার জন্য, যারা এটা ঘোষণা করবে না, স্বীকার করবে না, আল্লাহ পাক তিনি এক এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার হাবীব এবং রসূল। এবং নামায কায়িম করবে না, যাকাত আদায় করবে না।” (মিশকাত শরীফ)
১২. পবিত্র সূরা হজ্জ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭৮ (১, ২৭ ও ৮৪ পৃষ্ঠা দ্রষ্টব্য)
১৩. পবিত্র সূরা তওবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১০৩ (১৩, ৩১, ৭৯ ও ৮৩ পৃষ্ঠা দ্র.)
১৪. বুখারী শরীফ : কিতাবুয যাকাত : বাবু ছলাতিল ইমামি ওয়া দু‘য়ায়িহি লিছহিবিছ ছদাক্বহ : হাদীছ শরীফ নং ১৪৯৭; মুসলিম শরীফ : কিতাবুয যাকাত : হাদীছ শরীফ নং ১০৭৮; নাসায়ী শরীফ : কিতাবুয যাকাত : হাদীছ শরীফ নং ২৪৫৯ (১৩ ও ৭৯ পৃষ্ঠা দ্রষ্টব্য)
১৫. পবিত্র সূরা মায়িদা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২ (১৫ পৃষ্ঠা দ্রষ্টব্য)
১৫(ক).
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُوْنَ.
অর্থ : “তোমরাই শ্রেষ্ঠ উম্মত, যাদেরকে মানুষদের জন্য বের করা হয়েছে। তোমরা তাদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এবং মহান আল্লাহ পাক উনার প্রতি বিশ্বাস করবে। যদি আহলে কিতাবরা ঈমান আনতো তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো। (অর্থাৎ তারা এই শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যেত)। তাদের মধ্যে কিছু মুসলমান এবং অধিকাংশই ফাসিক।” (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১১০)
১৬. তিরমিযী শরীফ : কিতাবুল ঈমান : বাবু মা-জা-য়া ফিফতিরাক্বি হাজিহিল উম্মাতি : হাদীছ শরীফ নং ২৬৪১ এবং আবূ দাউদ শরীফ : কিতাবুস সুন্নাহ : বাবু শারিহিস সুন্নাহ : হাদীছ শরীফ নং ৪৫৯৭ (৮৯ ও ৯০ পৃষ্ঠা দ্রষ্টব্য)
১৭. اَلْـحَلاَلُ بَيْنٌ وَالْـحـَرَمُ بَيـِّنٌ অর্থ: “হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট।” (তিরমিযী শরীফ : কিতাবুল বূউই : হাদীছ শরীফ নং ১২০৫)
১৮.
عَنْ حَضْرَةْ الْـحَسَنِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ مُرْسَلًا قَالَ بَلَغَنِىْ اَنَّ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَعَنَ اللهُ النَّاظِرَ وَالْـمَنْظُوْرَ اِلَيْهِ.
অর্থ : “হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি মুরসাল সূত্রে বর্ণনা করেন। আমার কাছে পৌঁছেছে যে, নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দেখনেওয়ালা আর দেখানেওয়ালী উভয়ের উপর মহান আল্লাহ পাক উনার লা’নত।” (বাইহাক্বী শরীফ, মিশকাত শরীফ)
১৯.
عن حضرة انس رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مدح الفاسق غضب الرب واهتز له العرش.
অর্থ : “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখন কোন ফাসিক (ফরয-ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কাদা তরককারী এবং হারাম বা কবীরা গুণাহকারী)-এর প্রশংসা করা হয় তখন মহান আল্লাহ পাক তিনি এত গোস্বা করেন যে, গযবের ভয়ে সম্মানিত আরশে আযীম থরথর করে কাঁপতে থাকেন।” (দারিমী শরীফ, মিশকাত শরীফ)
২০. পবিত্র সূরা আল ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৯২ (৩৫ পৃষ্ঠা দ্রষ্টব্য)
২১. শু‘য়াবুল ঈমান লি বায়হাক্বী : হাদীছ শরীফ নং ৬৩৪০ (১০০ পৃষ্ঠা দ্রষ্টব্য)
২২. اِهَانَةُ السُّنَّةِ كُفْرٌ (৯৯ পৃষ্ঠা দ্রষ্টব্য)
২৩.
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَانِ مُوْجِبَتَانِ قَالَ رَجُلٌ يَّا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا الْمُوْجِبَتَانِ؟ قَالَ مَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ وَمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْـجَنَّةَ.
অর্থ : “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দু’টি বিষয় ওয়াযিব হয়ে গেলো! এক ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কোন দু’টি জিনিস? তিনি বললেন, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সাথে কোন না কোন বিষয়ে শিরক করে মৃত্যুবরণ করলো সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু মহান আল্লাহ পাক উনার সাথে কোন শিরক করবে না সে ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে।” (মিশকাত শরীফ : হাদীছ শরীফ নং ৩৮)
২৪(ক).
مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَـمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهٖ فَإِنْ لَـمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهٖ وَذٰلِكَ اَضْعَفُ الْاِيْـمَانِ.
অর্থ : “তোমাদের মধ্যে কেউ কোন অন্যায় দেখলে সে যেন তা হাত দিয়ে বাধা দেয়। এতে সমর্থ না হ’লে জবান দিয়ে, এটিতেও সক্ষম না হলে অন্তর দিয়ে সেটিকে ঘৃণা করবে। আর এটা হল দুর্বল ঈমান। এর পরে ঈমানের কোন স্তর নেই।” (মুসলিম শরীফ : কিতাবুল ঈমান : হাদীছ শরীফ নং ৮১)
২৪(খ). قَالَ يَا نُوْحُ اِنَّهُ لَيْسَ مِنْ اَهْلِكَ ۖ اِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ
অর্থ : “মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে হযরত নূহ আলাইহিস সালাম! নিশ্চয়ই সে আপনার পরিবারভুক্ত নয়। নিশ্চয়ই তার আমল আমলে ছলিহ বা নেক আমলের পরিপন্থি।” (পবিত্র সূরা হুদ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৬)
২৫. وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ অর্থ : “তিনি পবিত্র সিজদাকারী উনাদের মাধ্যমে স্থানান্তরিত হয়েছেন।” (পবিত্র সূরা শূয়ারা শরীফ, আয়াত শরীফ ২১৯)
২৬. اَلاَنْبِيَاءُ عَلَيْهِمُ السَّلامَ كُلُّهُمْ مَعْصُوْمُوْن অর্থ : “সকল আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা মা’ছূম বা নিষ্পাপ।” (শরহে আক্বাইদে নছফী)
২৭.ثَانِـيَ اثْنَيْنِ اِذْ هُمَا فِي الْغَارِ  অর্থ : “হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি ছিলেন দু’জনের দ্বিতীয়, যখন উনারা গুহার মধ্যে ছিলেন।” (পবিত্র সূরা তওবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪০)
২৮. لَوْكَانَ بَعْدِىْ نَبِىٌّ لَكَانَ عُمَرُ اِبْنُ الْـخَطَّابِ عَلَيْهِ السَّلَامُ অর্থ : “যদি আমার পরে কেউ নবী হতো তবে হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম তিনিই নবী হতেন।” (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)
২৯. فَاِنْ اٰمَنُوْا بِـمِثْلِ مَا اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا অর্থ : “যারা উনাদের মত ঈমান আনতে পারবে তারাই হিদায়েত লাভ করবে।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৩৭)
৩০. لَا تَسُبُّوْا اَصْحَابِـىْ فَلَوْ اَنَّ اَحَدَكُمْ اَنْفَقَ مِثْلَ اُحُدٍ ذَهَبًا مَّا بَلَغَ مُدَّ اَحَدِهِمْ وَلَا نَصِيْفَه
অর্থ : “তোমরা আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে গালি দিওনা। কেননা যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করে, তবুও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের এক মূদ (১৪ ছটাক) বা অর্ধ মূদ (৭ ছটাক) গম দান করার ফযীলত মুবারক উনার সমপরিমাণ ফযীলত মুবারকও অর্জন করতে পারবে না।” (বুখারী শরীফ : হাদীছ শরীফ নং ৩৬৭৩)

যাকাত প্রদান করুন


মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার একাউন্ট নাম্বার সমূহ-

Account no.1
Muhammadia Jamia Shareef Madrasa & yatimkhana

A/C-200007569
Sonali Bank Limited, Malibag Branch
Dhaka, Bangladesh



Account no.2
name:-MD. Mufizul Islam

A/C-1020335489001 Naya-paltan branch
IFIC Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: IFICBDDH



Account no.3
name:-MD. Mufizul Islam

A/C-108101277050 Shantinaghar branch
Dutch Bangla Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: DBBLBDDH



Account no.4
Dutch Bangla mobile Banking-017187407422

Account no.5
Bkash-(parsonal) 01718740742, 01876043934, 01990770065
Bkash-(Agent)- 01709672605