সম্মানিত যাকাত, পবিত্র ফিত্বরা, পবিত্র উশর, পবিত্র মান্নত, পবিত্র ছদকা, পবিত্র কুরবানী উনার চামড়া ও তার মূূল্য, দান ইত্যাদি প্রদানের সর্বোৎকৃষ্ট ও সর্বোত্তম স্থান হচ্ছে- মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা।পর্ব-৩৬


Image result for মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা।সম্মানিত যাকাত, পবিত্র ফিত্বরা, পবিত্র উশর, পবিত্র মান্নত, পবিত্র ছদকা, পবিত্র কুরবানী উনার চামড়া ও তার মূূল্য, দান ইত্যাদি প্রদানের সর্বোৎকৃষ্ট ও সর্বোত্তম স্থান হচ্ছে- মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা।

নিম্নে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো-




আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
মুহতারাম,
মহান আল্লাহ পাক উনার অসীম রহমতে প্রতিষ্ঠিত হয়েছে অত্র মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা। যার মহান প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক হচ্ছেন মহান আল্লাহ পাক উনার খাছ লক্ষ্যস্থল ওলী, আওলাদে রসূল, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, ¦উছুল আ’যম, মুজাদ্দিদ আ’যম, ক্বইয়্যূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়ুল আউওয়াল, সুলত্বানুন নাছীর, আহলে বাইতি রসূল, নূরে মুকাররম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা ইমামুল উমাম ইমাম রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম।
মুহম্মদিয়া জামিয়া শরীফ’ উনার অনন্য বৈশিষ্ট্যসমূহ হচ্ছে এই যে, একমাত্র অত্র প্রতিষ্ঠানেই ইলমে ফিক্বাহ উনার পাশাপাশি ইলমে তাছাওউফ শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে; যা শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা উনাদের জন্যে ফরয। এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ শরয়ী পর্দার সাথে বালক ও বালিকাদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। বালক শাখার শিক্ষক, কর্মকর্তা ও আমিলগণ উনারা প্রত্যেকেই পুরুষ এবং বালিকা শাখার শিক্ষিকা, কর্মকর্তা ও আমিলগণ উনারা প্রত্যেকেই মহিলা।
এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র দ্বীন ইসলাম উনার নামে অনৈসলামিক কর্মকা- যেমন, মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজী, হরতাল, অবরোধ, লংমার্চ, ইসলাম হেফাযতের নামে কুরআন শরীফ পোড়ানো, জান-মালের ক্ষতিসাধন, কুশপুত্তলিকা দাহ ইত্যাদি হারাম ও কুফরীমূলক কাজের সাথে এবং এ ধরনের কোন প্রকার অবাঞ্ছিত সংগঠন বা দলের সাথে সম্পৃক্ত নয়। বরং এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দৈনন্দিন আমল এবং মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সব কিছুই সুন্নত মুবারক দ্বারা অলঙ্কৃত হওয়া শর্ত।
সর্বোপরি এই শিক্ষা প্রতিষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদা ভিত্তিক পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ এবং পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের আলোকে ইলম শিক্ষা দেয়া হয়। যার উদ্দেশ্য হচ্ছে বাস্তব জীবনে সুন্নতে নববী শরীফ উনার আদর্শ প্রতিষ্ঠা তথা সঠিক পবিত্র দ্বীন ইসলাম উনাকে কায়িমের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি বা রেযামন্দী মুবারক হাছিল করা।

এই শিক্ষা প্রতিষ্ঠানে সমাজের বিত্তবানদের পাশাপাশি ‘গরিব এবং ইয়াতীমদের’ শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ‘ইয়াতীমখানা এবং লিল্লাহ বোডিং’। সুতরাং আপনার সম্মানিত যাকাত, পবিত্র উশর, পবিত্র ফিত্বরা, পবিত্র কাফফারা, পবিত্র মান্নত, পবিত্র দান, পবিত্র ছদকা, পবিত্র কুরবানী উনার চামড়া বা তার মূল্য অত্র প্রতিষ্ঠানের লিল্লাহ বোডিংয়ে দান করাই হবে অধিক ফযীলতের কারণ।
বিশ্ববিখ্যাত আউলিয়ায়ে কিরাম উনাদের অভিমত হচ্ছে- মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এবং মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে যেসব খাতে সম্মানিত যাকাত, পবিত্র উশর, পবিত্র ফিত্বরা, পবিত্র কাফফারা, পবিত্র মান্নত, পবিত্র দান, পবিত্র ছদকা, পবিত্র কুরবানী উনার চামড়া ইত্যাদি প্রদানের ব্যাপারে তাগিদ দিয়েছেন তার মধ্যে যারা ইয়াতীম ও গরিব ত্বলিবে ইলম অর্থাৎ যাঁরা ইলমে দ্বীন শিক্ষায় নিয়োজিত রয়েছেন উনাদেরকে প্রদান করাই লক্ষ-কোটি গুণ বেশি ছওয়াব এবং মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি বা রেযামন্দী মুবারক হাছিলের সর্বোত্তম উসীলা। কাজেই, আপনার যে কোনো আর্থিক সহযোগিতা, সম্মানিত যাকাত, পবিত্র উশর, পবিত্র ফিৎরা, পবিত্র কাফ্ফারা, পবিত্র মান্নত, পবিত্র দান, পবিত্র ছদকা, পবিত্র কুরবানী উনার চামড়া বা তার মূল্য অত্র প্রতিষ্ঠানে প্রদান করে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ সন্তুষ্টি মুবারক হাছিল করুন।
উল্লেখ্য যে, আপনি ইচ্ছা করলে সরাসরি কর্তৃপক্ষের কাছে অথবা অত্র প্রতিষ্ঠানের নি¤œাক্ত একাউন্টেও জমা দিতে পারেন।
১.       মুহম্মদিয়া জামিয়া শরীফ, সোনালী ব্যাংক লিমিটেড, চলতি হিসাব নং-২০০০০০৭৫৬৯ মালিবাগ, ঢাকা
২.       বিকাশ (এজেন্ট) : ০১৭০৯-৬৭২৬০৫
৩.      বিকাশ (পার্সোনাল) : ০১৭১৮-৭৪০৭৪২

সম্মানিত যাকাত প্রদানের ব্যাপারে যোগাযোগ করুন-
ফোন (পিএবিএক্স) : ৯৩৩৮৭৮৭, ৮৩৩৩৬৩৪, ৮৩৩২৭৮৪, ৮৩৩৩১৩৫
মোবাইল :
০১৭১১২৬৪৬৯৪, ০১৭১২৬৪৮৪৫৩, ০১৭১১২৩৮৪৪৭, ০১৭১১১৭৮৬৬১, ০১৭১২০০৪২৯৩, ০১৭১১২৭২৭৮২,         ০১৭১১০৭৬৩৪৬,        ০১৭১৩০০২৪৫৪,         ০১৭১৩০০১১৮৩, ০১৭১৫২৩৫৩০৬
email : dailyalihsan@gmail.com
কর্তৃপক্ষ
মুহম্মদিয়া জামিয়া শরীফ

যাকাত প্রদান করুন


মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার একাউন্ট নাম্বার সমূহ-

Account no.1
Muhammadia Jamia Shareef Madrasa & yatimkhana

A/C-200007569
Sonali Bank Limited, Malibag Branch
Dhaka, Bangladesh



Account no.2
name:-MD. Mufizul Islam

A/C-1020335489001 Naya-paltan branch
IFIC Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: IFICBDDH



Account no.3
name:-MD. Mufizul Islam

A/C-108101277050 Shantinaghar branch
Dutch Bangla Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: DBBLBDDH



Account no.4
Dutch Bangla mobile Banking-017187407422

Account no.5
Bkash-(parsonal) 01718740742, 01876043934, 01990770065
Bkash-(Agent)- 01709672605



0 Comments: