সম্মানিত যাকাত ও উশর সংক্রান্ত তা’লীম । পর্ব-৩৮


No photo description available.








সম্মানিত যাকাত ও উশর সংক্রান্ত তা’লীম

লিখিত পরীক্ষা; বিষয়: সম্মানিত যাকাত ও উশর
পূর্ণমান: ৫০; সময়: ১৫ মিনিট

নাম : ......................................................................................
জেলা/আঞ্জুমান : ................................. মোবাইল : .........................
১. যাকাত শব্দের অর্থ কি?                                                         
(ক) উপার্জন করা (খ) প্রশান্তি ও ইতমিনান (গ) বারাকাত বা বৃদ্ধি এবং পবিত্রতা, পরিশুদ্ধি (ঘ) আত্মউপলব্ধি।
২. اتَاء الزَّكَاة (ঈতাউয যাকাত) অর্থ কি?                                       
(ক) নিজের ও অন্যদের থেকে আদায় ও যাচাই করে হক্ব জায়গায় প্রদান (খ) খরচ করা (গ) তাজকিয়া অর্জন (ঘ) বিতরণ করা।
৩. কোন আম গাছে ৫০টি আম ধরল বিনা পরিশ্রমে, তার কতগুলি উশর দিতে হবে? ক) ১০টি (খ) ১২টি (গ) ৭টি (ঘ) ৫টি।                                        
৪. পরিশ্রম করে ২০ মন ধান উৎপন্ন করলে নিছফে উশর কতটুকু দিতে হবে? (ক) ২ মণ (খ) ১ মণ (গ) ১০ মণ (ঘ) ৪ মণ।                        
৫. “আপনি সে উম্মতের জন্যে দুআ করুন যিনি আপনার কাছে যাকাত পৌছাবে” মহান আল্লাহ পাক নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উম্মতের প্রতি দোয়া করার নির্দেশ মুবারক দিয়েছেন পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এ রকম কয়টি আয়াত শরীফ আছে?                       
(ক) ২ টি (খ) ১ টি (গ) ১০ টি (ঘ) ৪ টি।
এবং কোন আয়াত শরীফ টি? - পবিত্র সূরা তওবা শরীফ উনার আয়াত শরীফ নং (ক) ১০২ (খ) ১০০ (গ) ১০৩ (ঘ) ১০৪।
৬. সম্মানিত যাকাত উনার গুরুত্ব ৪টি এর মধ্যে ৩টি হচ্ছে- ১) যাকাত দ্বীন ইসলাম উনার বুনিয়াদ বা স্তম্ভ¢, ২) যাকাত ফরয, ৩) স্বচ্ছল হওয়ার উপায়; আর অবশিষ্ট রইল কোনটি?                                                       
উত্তর: (ক) সমান ফযীলত (খ) ফরয ও সুন্নত আদায় (গ) বেমেছাল দুআ (ঘ) ঈমান উনার দলীল।
৭. যাকাত না দিলে সবচেয়ে বেশি ক্ষতি কি?                                    
উত্তর: (ক) জিহাদের সম্মূখীন ও সবক্ষেত্রে হালাক (খ) মাল-সম্পদ বিনষ্ট হবে (গ) সম্পদ কমে যাবে (ঘ) গুনাহ্গার হবে।

৮. যাকাত প্রদানের ক্ষেত্রে যাচাই করতে হবে ৪টি বিষয়, এর মধ্যে ৩টি হচ্ছে (১) ঈমান-আক্বীদা বিশুদ্ধ কিনা? (২) ফাসিক-ফুজ্জার কিনা? (৩) রিয়া এবং ইহানত হয় কিনা? আর অবশিষ্ট রইল কোনটি?                        
উত্তর: (ক) গুমরাহ্ কিনা (খ) পবিত্র ইসলাম উনার নামে অনৈসলামিক আমল করে কিনা? (গ) দুনিয়াদার কিনা (ঘ) সুদ খায় কিনা?
৯. “মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ সম্মানিত যাকাত- ফিত্বরা, উশর, কুরবানীর চামড়া, দান-ছদকা, মান্নত-কাফফারা কবুল হওয়ার সর্বোত্তম এবং একমাত্র স্থান: ৪টি বিষয় এর মধ্যে ৩টি হচ্ছে- ১) আক্বীদা বিশুদ্ধ, ২) উদ্দেশ্য আল্লাহওয়ালা হওয়া, ৩) মুত্তাকী পরহেযগার; আর অবশিষ্ট রইল কোনটি?                                                                          
উত্তর: (ক) অনেক বড় মাদরাসা, (খ) পাকা বিল্ডিং, (গ) অনেক ছাত্র, (ঘ) সর্বক্ষেত্রে পরিপূর্ণ শরীয়ত উনার অনুসরণ
১০. সম্মানিত যাকাত আদায়কারী উনাদের ফযীলত সংক্রান্ত ৪টি বিষয় এর মধ্যে ৩টি হচ্ছে (১) যাকাত দাতার সমান ফযীলত, (২) ফরয ও সুন্নত আদায়, (৩) শরীয়তের খিলাফ/ জুলুমের প্রতিবাদ; আর অবশিষ্ট রইল কোনটি?               
উত্তর: (ক) অনেক টাকা প্রাপ্তি, (খ) আমল ঠিক হওয়া, (গ) বেমেছাল দোআ লাভ, (ঘ) ইলম হাছীল।
১১. সম্মানিত যাকাত সংক্রান্ত সম্পর্কোন্নয়ন তালিকা ৪টি করা হয়, এর মধ্যে ৩টি হচ্ছে (১) আনজুমান ভিত্তিক: এলাকাভিত্তিক প্রতিবেশী ৪০টি বাড়ী, (২) সেক্টর/পেশা ভিত্তিক: যে যেই পেশার সাথে জড়িত, (৩) প্রবাসী/বিদেশীদের থেকে; আর অবশিষ্ট রইল কোনটি?                                                
উত্তর: (ক) সমষ্টিগত, (খ) ব্যক্তিগত - কমপক্ষে ৯৯ জন, (গ) পারিবারিক    (ঘ) সম্মিলিতভাবে।
১২. সম্মানিত যাকাত সংক্রান্ত কাজে ৪টি বিষয় আছে, এর মধ্যে ৩ টি হচ্ছে (১) সম্পর্কোন্নয়ন তালিকা, (২) চিঠি প্রদান, (৩) যাকাত আদায়/প্রদান; আর অবশিষ্ট রইল কোনটি?                                                              
উত্তর: (ক) আলোচনা- সম্পর্কোন্নয়ন করা , (খ) মিটিং করা, (গ) সংকোচ করা, (ঘ) জিহাদ করা।


যাকাত প্রদান করুন


মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার একাউন্ট নাম্বার সমূহ-

Account no.1
Muhammadia Jamia Shareef Madrasa & yatimkhana

A/C-200007569
Sonali Bank Limited, Malibag Branch
Dhaka, Bangladesh



Account no.2
name:-MD. Mufizul Islam

A/C-1020335489001 Naya-paltan branch
IFIC Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: IFICBDDH



Account no.3
name:-MD. Mufizul Islam

A/C-108101277050 Shantinaghar branch
Dutch Bangla Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: DBBLBDDH



Account no.4
Dutch Bangla mobile Banking-017187407422

Account no.5
Bkash-(parsonal) 01718740742, 01876043934, 01990770065
Bkash-(Agent)- 01709672605

0 Comments: