ঢাকাস্থ রাজারবার দরবার শরীফ নিয়ে এনটিভি’র অপপ্রচারের জবাব (পর্ব– ১)
Image result for রাজারবাগঢাকাস্থ রাজারবার দরবার শরীফ নিয়ে এনটিভি’র অপপ্রচারের জবাব (পর্ব– ১)
শিশু হত্যাকারীদের বাঁচাতে মাঠে নেমেছে এনটিভি’ সাংবাদিক।
তার মিথ্যা ও প্রোপাগান্ডামূলক তথ্যে ভরপুর ৬ পর্বের এক ধারাবাহিক প্রতিবেদনে মিরপুরের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা’র তিন আত্মীয়ের ছবি প্রকাশ করে বলছে, এই নিরাপরাধ লোকগুলোকে ঢাকা রাজারবাগ দরবার শরীফ থেকে মামলা দিয়ে জেলে বন্দি করা হয়। লোকগুলোর নাম- ১) মাহবুবুর রহমান খোকন, ২) সোহরাব হোসেন, ৩) ফজলে হামিম সায়মন [https://youtu.be/TyRedqa3NXU?t=52]
প্রশ্ন আসছে, মিরপুরের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা’র তিন আত্মীয় কি আসলেই নিষ্পাপ?
প্রকৃতসত্য হলো, এই লোকগুলো, আশুলিয়ার চাঞ্চল্যকর শিশু আব্দুস সাত্তার আহরার হত্যা মামলার আসামী। ২০১৬ সালে নিজেদের ভাইদের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ভাতিজা ১১ বছরের শিশু আব্দুস সাত্তার আহরারকে ঘুমের ওষুধ খাওয়ায় অজ্ঞান করে জবাই করে স্থানীয় ডোবার মধ্যে নিচে লাশ লুকিয়ে রাখে। পরে পুলিশ গিয়ে লাশের অংশ পেয়ে ঘটনার সত্যতা পায় এবং দোষীদের বিরুদ্ধে মামলা হয়।
এ বিষয়ে বিভিন্ন সময় মিডিয়ায় প্রকাশিত খবর -
ক) https://tinyurl.com/yxnocxqg
খ) https://tinyurl.com/yxdzcagw
গ) https://tinyurl.com/yyuj4vuz
(এরপরও যদি কারো সন্দেহ থাকে, তবে আশুলিয়ার চারাবাগ এলাকায় শিশু আব্দুস সাত্তার আহরার হত্যা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আসতে পারেন)
দীর্ঘ ৩ বছরের বিচারকার্য বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। খুনিদের স্বীকারক্তি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের দোষ প্রমাণিত হয়েছে। শিশু হত্যা মামলায় খুনিদের ফাঁসি রায় এখন সময়ের ব্যাপার। এই অবস্থায় খুনিদের আত্মীয়-স্বজন এনটিভি’র সাথে যোগাযোগ করে এই অপপ্রচারমূলক ভিডিও তৈরী করায়। তারা ভিডিও’র মধ্যে খুনের মামলার বাদি ও স্বাক্ষীর দূর থেকে ভিডিও নিয়ে অপপ্রচার করে। সেখানে মামলার বাদী ঢাকা রাজারবাগ দরবার শরীফের ভক্ত মফিজুল ইসলামের যিনি নিহত শিশুর বোন জামাই এবং মামলার স্বাক্ষী নিহত শিশুর বড় ভাই মাসুমের ছবি উদ্দেশ্যমূলকভাবে দেখানো হয়। [https://youtu.be/__nQAHcxbXY?t=228] ।
এখানে স্পষ্ট এনটিভি সাংবাদিক দূরভিসন্ধিমূলকভাবে খুনিদের বাঁচাতে এবং বাদী ও স্বাক্ষীদের ভয় দেখাতে এই ধারাবাহিক প্রোপাগান্ডা তৈরী করেছে।
[ধারাবাহিক]