যে বা যারা ছোঁয়াচে নামে কোন রোগ আছে বিশ্বাস করবে।  তারা সরাসরি হাদীস শরীফ উনাকে অস্বীকার করবে ।

যে বা যারা ছোঁয়াচে নামে কোন রোগ আছে বিশ্বাস করবে।  তারা সরাসরি হাদীস শরীফ উনাকে অস্বীকার করবে ।



حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ عَدْوَى وَلاَ هَامَةَ وَلاَ نَوْءَ وَلاَ صَفَرَ ‏"‏ ‏.‏
হযরত আবূ হুরাইরাহ রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই, পেঁচা সম্পর্কে যেসব কথা প্রচলিত তা সঠিক নয়, কোন নক্ষত্রের নির্দিষ্ট তারিখে আকাশের কোন স্থানে অবস্থান করলে বৃষ্টিপাত হয় এরূপ বিশ্বাসও ঠিক নয় এবং সফর মাসকে অশুভ মনে করবে না।
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَيُعْجِبُنِي الْفَأْلُ الصَّالِحُ وَالْفَأْلُ الصَّالِحُ الْكَلِمَةُ الْحَسَنَةُ ‏"‏ ‏.‏
হযরত আনাস রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
তিনি বলেন, হুযুরপাক (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ছোঁয়াচে রোগ নেই, কোন কিছুকে অশুভ মনে করাও ঠিক নয়।  ফা’ল আমার নিকট প্রিয়।  ফা’ল হলো অর্থবোধক উত্তম বাক্য।

সুতরাং আজকাল অনেক তথাকথিত আমেল দাবিদার তারা বলছে যে , হাতে, পায়ে, গায়ে লেগে নাকি ছোঁয়াচে রোগ হয় । নাউযুবিল্লাহ।  ছোঁয়াচে নামে কোন রোগই নেই ।  আর ছোঁয়া-ছুঁয়ির মাধ্যমে কোন রোগ ছড়াতে পারে না ।
এখন যারা ছোঁয়াচে বা ছোঁয়া-ছুঁয়ির বা স্পর্শের মাধ্যমে রোগ ছড়ায় বলবে বা প্রচার করবে এবং বিশ্বাস করবে তারা কুফুরি করবে ।  যার কারণে তাদের উপর সম্মানীত শরীয়ত উনার এই হুকুম বর্তাবে –
১.যে বিশ্বাস করবে ছোঁয়াচে নামে রোগ আছে বা স্পর্শের কারণে রোগ হয় তার ঈমান নষ্ট হয়ে যাবে ।
২. সে বিয়ে করে থাকলে বউ তালাক হয়ে যাবে ।
৩.ওয়ারিসত্ত্ব বাতিল হয়ে যাবে ।
৪.হজ্জ্ব করে থাকলে তা বাতিল হয়ে যাবে ।
৫.মরলে তারা জানাযা পড়া যাবে না , যে জানাযা পড়াবে সে ও মুরতাদ হয়ে যাবে।
৬.তার কোন দাফন-কাফনের ব্যবস্থা করা যাবে না ।
৭. তাকে গর্ত করে কুকুর ,শৃগালের ন্যায় মাটিতে পুঁতে রাখতে হবে ।

বিশেষ করে যে সব নামধারী আলেমরা রয়েছে , তারা বলে বেড়াচ্ছে যে, ছোঁয়াচে রোগ আছে , স্পর্শের কারণে রোগ ছড়ায় তাদের জন্য আল্লাহ পাক উনার জন্য রয়েছে আরো যন্ত্রণা দায়ক শাস্তি ।
মূলত এরা হলো শয়তানর দোসর ওলামায়ে ”সূ”

আল্লাহ পাক আমাদেরকে এ ওলামায়ে সূ দের হাত থেকে দেশ ও জাতিকে হিফাযত করুন ।