সম্মানিত যাকাত কে আদায় করবেন। পর্ব-৮


No photo description available.সম্মানিত যাকাত কে আদায় করবেন
যিনি মালিকে নিছাব তিনি যাকাত আদায় করবেন। সম্মানিত শরীয়ত উনার পরিভাষায় হাওয়ায়িজে আছলিয়াহ (الْاَصْلِيَةُ اَلْـحَوَائِجُ) বা মৌলিক চাহিদা মিটানোর পর অতিরিক্ত ২০ মিছকাল অর্থাৎ সাড়ে ৭ তোলা স্বর্ণ অথবা ২০০ দিরহাম অর্থাৎ সাড়ে ৫২ তোলা রৌপ্য অথবা এ সমপরিমাণ অর্থ-সম্পদ যদি কারো অধীনে থাকে, তাহলে তিনি মালিকে নিছাব।
আর সম্মানিত শরীয়ত উনার বিধান অনুযায়ী উক্ত অতিরিক্ত মাল-সম্পদ বা অর্থ যদি পূর্ণ এক বছর নিজ মালিকানায় থাকে তবে যাকাত ফরয হবে।
সম্মানিত যাকাত উনার নিছাব কাকে বলে : মৌলিক প্রয়োজন বা চাহিদার অতিরিক্ত যে পরিমাণ অর্থ-সম্পদের মালিকানা ১ বছর থাকলে যাকাত আদায় করা ফরয হয়, নূন্যতমভাবে ওই পরিমাণ অর্থ-সম্পদকে সম্মানিত শরীয়ত উনার পরিভাষায় ‘নিছাব’ বলে।
নূন্যতম এই পরিমাণ হচ্ছে ২০ মিছকাল অর্থাৎ সাড়ে ৭ তোলা স্বর্ণ অথবা ২০০ দিরহাম অর্থাৎ সাড়ে ৫২ তোলা রৌপ্য অথবা ঐ সমপরিমাণ অর্থ-সম্পদ।
আর যিনি নিছাব পরিমাণ মাল-সম্পদের মালিক হন উনাকে ছাহিবে নিছাব বা মালিকে নিছাব বলে।
الْاَصْلِيَةُ اَلْـحَوَائِجُআল হাওয়ায়িজুল আছলিয়্যাহ’ বা মৌলিক প্রয়োজনীয় বস্তু বা সম্পদ : কোন মু’মিন-মুসলমান উনার কার্পণ্য ও অপচয় ব্যতিরেকে মধ্যমপন্থায় নিজের ও পরিবারের চাহিদা মিটানোর জন্যে যা যা আবশ্যক মূলতঃ সেটিই হচ্ছে মৌলিক প্রয়োজনীয় বস্তু। যেমন- খাদ্যদ্রব্য, পরিধেয় বস্ত্র, বসবাসের বা থাকার ঘর, ঘরের আসবাবপত্র, চিকিৎসার অর্থকড়ি বা ঔষধপত্র, গৃহস্থলি সামগ্রী, পেশাসংক্রান্ত উপকরণ, কারখানাার যন্ত্রপাতি ও স্থান, যোগাযোগের বাহন খরচ এগুলোর উপর যাকাত নেই। (আল হিদায়া, মুখতাছরুল কুদূরী)
সম্মানিত যাকাত ফরয হিসেবে সাব্যস্ত হওয়ার শর্তাবলী :
(১) সম্মানিত যাকাতদাতাকে মুসলমান হতে হবে।
(২) বালেগ বা প্রাপ্ত বয়স্ক হতে হবে।
(৩) আক্বেল বা বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে।
(৪) আযাদ বা স্বাধীন হতে হবে।
(৫) নিছাব পূর্ণ হতে হবে। অর্থাৎ ২০ মিছকাল অর্থাৎ সাড়ে ৭ তোলা স্বর্ণ অথবা ২০০ দিরহাম অর্থাৎ সাড়ে ৫২ তোলা রৌপ্য অথবা তার সমপরিমাণ মূল্য বা টাকা থাকতে হবে।
(৬) যদি এককভাবে কোন পণ্য বা দ্রব্যের মূল্য নিছাব পরিমাণ না হয় কিন্তু ব্যক্তির সবগুলো সম্পদের মূল্য মিলিয়ে একত্রে সাড়ে ৫২ তোলা রৌপ্য মূল্যের সমান হয় তবে ওই ব্যক্তির নিছাব পূর্ণ হবে। অর্থাৎ নিছাবের একক মালিক হবে।
(৭) সাংসারিক প্রয়োজনে গৃহীত ঋণ কর্তনের পর নিছাব পরিমাণ সম্পদ থাকলে সম্মানিত যাকাত দিতে হবে।
(৮) হাওয়ায়িজে আছলিয়ার অতিরিক্ত সম্পদ নিছাব পরিমাণ হলে।
(৯) বর্ধনশীল মাল যেমন স্বর্ণ, চান্দি, নগদ টাকা, মালে তিজারত বা ব্যবসায়িক মাল এবং সায়েমা বা চারণ ভূমিতে বিচরণকারী পশু থাকলে।
(১১) আহাল-আহলিয়ার (স্বামী-স্ত্রীর) সস্পদ একই পরিবারের মধ্যে গণ্য হলেও মালিকানা ভিন্নহেতু পৃথকভাবে নিজ নিজ সম্পদের সম্মানিত যাকাত আদায় করতে হবে।
(১২) নির্ধারিত সম্মানিত যাকাত পরিশোধের পূর্বেই সম্পদের মালিক মারা গেলে সম্মানিত যাকাত পরিশোধের পর ওয়ারিশগণ মালিক বলে গণ্য হবে।
যাদের উপর সম্মানিত যাকাত ফরয নয় :
(১)     ইয়াতীম ও অপ্রাপ্ত বয়স্ক-বয়স্কা ছেলে হোক অথবা মেয়ে হোক তারা নিছাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর সম্মানিত যাকাত ফরয হবেনা। নিম্নে এ প্রসঙ্গে আলোচনা করা হলো।
হানাফী মাযহাব উনার ইমাম, ইমামে আ’যম হযরত আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার মতে, ইয়াতীম ও অপ্রাপ্ত বয়স্কদের মাল নিছাব পরিমাণ হলেও তাদের উপর সম্মানিত যাকাত উনার হুকুম বর্তাবে না। তবে উক্ত ইয়াতীম ও অপ্রাপ্ত বয়স্ক-বয়স্কা ছেলে-মেয়ে যদি বালিগ-বালিগা হয় অতঃপর নিছাব পরিমাণ মালের মালিক হয় এবং তা পূর্ণ এক বছর অতিবাহিত হয়, এ অবস্থায় যদি ইন্তিকাল করে তখন ওয়ারিছগণ সর্বপ্রথম তাদের উক্ত পরিত্যাক্ত সম্পদ থেকে সম্মানিত যাকাত আদায় করবে। অতঃপর ওয়ারিছগণ তাদের পরিত্যাক্ত সম্পদ বণ্টন করে নিবে। (হিদায়া)
(২)     নিছাব পরিমাণ মাল থাকার পর যদি ঋণ পরিশোধ করতে গিয়ে ঋণের পরিমাণ অধিক হওয়ার কারণে নিছাব না থাকে, তখন তার উপর সম্মানিত যাকাত ফরয হবে না।
(৩)     হারাম পন্থায় উপার্জিত সম্পদ নিছাব পরিমাণ হলেও উক্ত সম্পদের মালিকের উপর সম্মানিত যাকাত ফরয হবে না। কারণ সম্মানিত ও মহাপবিত্র দ্বীন ইসলাম উনার ফতওয়া মুতাবিক সে নিছাবের মালিক নয়। উক্ত সম্পদ দ্বারা ছদাক্বাতুল ফিত্বর আদায় করলে এবং কুরবানী করলে তাও কবুল হবে না। উপরন্তু কবীরাহ গুনাহ হবে। যেমন : চুরি-ডাকাতী, ছিনতাইয়ের মাধ্যমে ও সুদ-ঘুষ ইত্যাদি পন্থায় অর্জিত যাবতীয় সম্পদ হারাম মালের অন্তর্ভুক্ত।
(৪)     নিত্য প্রয়োজনীয় অর্থ বা স্থাবর সম্পদের উপর কোন সম্মানিত যাকাত নেই। সেটা নিছাব পরিমাণ হলেও তার মালিকের উপর যাকাত নেই।
যাকাত প্রদান করুন


মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার একাউন্ট নাম্বার সমূহ-

Account no.1
Muhammadia Jamia Shareef Madrasa & yatimkhana

A/C-200007569
Sonali Bank Limited, Malibag Branch
Dhaka, Bangladesh



Account no.2
name:-MD. Mufizul Islam

A/C-1020335489001 Naya-paltan branch
IFIC Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: IFICBDDH



Account no.3
name:-MD. Mufizul Islam

A/C-108101277050 Shantinaghar branch
Dutch Bangla Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: DBBLBDDH



Account no.4
Dutch Bangla mobile Banking-017187407422

Account no.5
Bkash-(parsonal) 01718740742, 01876043934, 01990770065
Bkash-(Agent)- 01709672605



0 Comments: