২৬১ নং- সুওয়াল: যে শিশুর বয়স দু’বছর হয়নি, সে তার মায়ের দুধ পান করে। এমন শিশু যদি ফলমূল, কোন খাদ্য বা পানীয় মুখে দেয়, সেটা পিতা-মাতা বা অন্য কারো জন্য খাওয়া জায়েয আছে কি?


সুওয়াল: যে শিশুর বয়স দুবছর হয়নি, সে তার মায়ের দুধ পান করে। এমন শিশু যদি ফলমূল, কোন খাদ্য বা পানীয় মুখে দেয়, সেটা পিতা-মাতা বা অন্য কারো জন্য খাওয়া জায়েয আছে কি?
জাওয়াব: না, জায়েয নেই। সম্পূর্ণরূপে হারাম।
আবা-২০

0 Comments: