২৬৩ নং- সুওয়াল: হাদিয়া কাকে বলে? সকল প্রকার লোকের নিকট থেকে হাদিয়া গ্রহণ করা জায়েয আছে কি?


সুওয়াল: হাদিয়া কাকে বলে? সকল প্রকার লোকের নিকট থেকে হাদিয়া গ্রহণ করা জায়েয আছে কি







জাওয়াব: হাদিয়া শব্দের শাব্দিক অর্থ হলো- উপহার, তোহফা, নজরানা ইত্যাদি। মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে হাদিয়া বলা হয়-
ما اتاه رزق من غير مسئلة.
অর্থঃ- চাওয়া ব্যতীত যা আসে।
অর্থাৎ যা পরস্পর পরস্পরের প্রতি মুহব্বত ও তাযীম-তাকরীমের কারণে দেয়া-নেয়া হয়।
          হাদিয়া গ্রহণ করা সুন্নাত, তবে হাদিয়ার সামগ্রী হালাল হওয়া ফরজ। কেননা পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
يا ايها الناس كلوا مما فى الارض حللا طيبا ولا تتبعوا خطوت الشيطن انه لكم عدو مبين.
অর্থঃ- হে লোক সকল! তোমরা যমীন থেকে হালাল ও পবিতর খাদ্য সামগ্রী খাও। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
এবং  পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে,
لا يدخل الجنة لحم نبت من السحت كل لحم نبت من السحت كائت النار اولى به.
অর্থঃ- গোস্তের যে টুকরাটি হারাম দ্বারা তৈরী বা পয়দা হয়েছে, তা বেহেশতে প্রবেশ করবে না। প্রত্যেক গোশতের টুকরা যা হারাম দ্বারা তৈরী হয়েছে, তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ঠ।
          পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, “এক পয়সা হারাম খেলে চল্লিশ দিনের ইবাদত কবুল হবেনা, খালিছ তওবা না করা পর্যন্ত।
          কাজেই সকলের নিকট থেকে হাদিয়া নেয়া যাবেনা। যারটা হালাল হবে, তারটা নেয়া যাবে। আর যারটা হালাল হবে না, তারটা নেয়া যাবেনা।
আবা-২০

0 Comments: