২৬০ নং- সুওয়াল: মহিলাদের তালাক দেয়ার অধিকার আছে কি? যদি থাকে, তা কি কি শর্তে?


সুওয়াল: মহিলাদের তালাক দেয়ার অধিকার আছে কি? যদি থাকে, তা কি কি শর্তে?
জাওয়াব: মেয়েরা শর্তসাপেক্ষ তালাক দিতে পারে, বিনা শর্তে তালাক দেয়ার অধিকার দেয়া হয়নি। হ্যাঁ, যদি বিবাহের সময় শর্ত দেয়া হয় বা কাবিন নামায় লিখা হয় যে, স্বামী যদি স্ত্রীকে এক বছর অথবা কাজী সাহেব কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত খোরপোশ না দেয়, দেখাশোনা না করে, তাহলে স্ত্রী নিজেকে নিজে তালাক দিতে পারবে। এ তালাককে বলে তালাকে তাফবীজ অর্থাৎ স্বামীর তরফ থেকে স্ত্রীকে তালাকের অধিকার দেয়া।
          আর যদি স্ত্রী স্বামীর সাথে কোন শরয়ী কারণে ঘর-সংসার করতে না চায়, তাহলে সে মহরের বিনিময়ে নিজেকে ছাড়ায়ে নিতে পারবে। যাকে খোলা তালাক বলে। অর্থাৎ স্ত্রী মহরের বিনিময়ে স্বামীর অনুমতি সাপেক্ষ নিজেকে নিজে তালাক দিতে পারবে। (হেদায়া, বেক্বায়াহ, নেহায়া, ইনায়া, কেফায়া ইত্যাদি)
আবা-২০

0 Comments: