২৯৩ নং- সুওয়াল : উচ্চ আওয়াজে মসজিদে যিকির করা জায়েয কিনা? সঠিক জাওয়াব দানে বাধিত করবেন।


সুওয়াল : উচ্চ আওয়াজে মসজিদে যিকির করা জায়েয কিনা? সঠিক জাওয়াব দানে বাধিত করবেন। 

জাওয়াব : মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ  মুবারক করেন,
واذكر ببك فى نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والاصال.
 অর্থঃ- আপন রব (প্রতিপালক উনার যিকির কর অন্তকরণে বা চুপেচুপে, ক্রন্দনরত বা বিনয় ও ভীতির সাথে, উচ্চস্বর ব্যতীত নিম্নস্বরে বা অল্প আওয়াজ সকাল এবং সন্ধায়।” (পবিত্র সুরা আরাফ শরীফ-২০৫)
এ পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় তাফসীরে রুহুল বয়ান ও তাফসীরে রুহুল মায়ানীতে বলা হয়েছে- উচ্চস্বরে যিকির করা মাকরূহে তাহরীমী। কাজেই মসজিদ, ঘরবাড়ী বা যে কোন স্থানেই হোক উচ্চস্বরে যিকির করা মাকরূহ্।
আবা-২১

0 Comments: