২৫৩ নং - সুওয়াল: ফরজ গোসলের জরুরত হলে পানির অভাবে তাইয়্যাম্মুম করে নামায পড়লে, নামায আদায় হবে কি?


সুওয়াল: ফরজ গোসলের জরুরত হলে পানির অভাবে তাইয়্যাম্মুম করে  নামায পড়লে,  নামায আদায় হবে কি?
জাওয়াব: হ্যাঁ, পানির অভাবে তাইয়্যাম্মুম করে  নামায পড়লে নামায আদায় হয়ে যাবে। পবিতর কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক ফরমান,
وان كنتم مرضى او على سفر او جاء احد منكم من الغائط او لمستم النساء فلم تجدوا ماء فتيموا صعيدا طيبا.
অর্থঃ- যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাক অথবা কেউ যদি পেশাব-পায়খানা থেকে আস অথবা স্ত্রী ব্যবহার করে থাক, এমতাবস্থায় পানি যদি না পাও, তবে পবিতর মাটি দ্বারা তাইয়্যাম্মুম করবে। পবিতরতা হাসিলের ক্ষেত্রে ওযূ-গোসল এবং তাইয়্যাম্মুম একই হুকুম রাখে, অর্থাৎ সমমর্যাদা সম্পন্ন। তবে শর্ত হলো- পানি পাওয়া গেলে পানির মাধ্যমে ওযূ-গোসলের দ্বারা পবিতরতা হাসিল করতে হবে। আর যদি এক মাইলের মধ্যে পানি পাওয়া না যায়, তাহলে তাইয়্যাম্মুমের দ্বারা পবিতরতা হাছিল করতে হবে।
 আবা-২০

0 Comments: