২৭৫ নং- সুওয়াল: সাহরী সাহরী খাওয়া কি? সাহরী না খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা?


সুওয়াল: সাহরী সাহরী খাওয়া কি? সাহরী না খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা?
জাওয়াব: সাহরী খাওয়া পবিত্র সুন্নত উনার অন্তর্ভূক্ত। হ্যাঁ, সাহরী না খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে। যদি কেউ সাহরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে না পারে, তবে সে সাহরী না খেয়েই রোজা রাখবে। এতে তার রোজার কোন ক্ষতি হবে না। আর সজাগ থেকে ইচ্ছা করে সাহরী না খাওয়া পবিত্র সুন্নত উনার খেলাফ। তবে রোজার কোন ক্ষতি হবেনা। (আলমগিরী)
আবা-২০

0 Comments: