৩১৯ নং- সুওয়াল - কবর স্থানের পাশ দিয়ে চলার সময় কি বলতে হয় এবং কবর জিয়ারতের সময় কি কি দোয়া পড়তে হয়?


সুওয়াল - কবর স্থানের পাশ দিয়ে চলার সময় কি বলতে হয় এবং কবর জিয়ারতের সময় কি কি দোয়া পড়তে হয়?
জাওয়াব - কোন মাযার শরীফ বা কবর স্থানের পাশ দিয়ে চলার সময় মাযার শরীফ এবং কবর স্থানের আহ্ল বা অধিবাসীদেরকে সালাম দিতে হয়।
সালাম দেয়ার নিয়ম ঃ- মাযার শরীফ হলে, আস্সালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, আর কবর স্থান হলে, আস্সালামু আলাইকুম ইয়া আহ্লাল ক্বুবুর
          আর জিয়ারতের নিয়ম হলো-
১। ৩বার/৫বার/৭বার ইস্তেগফার।
২। একবার বা তিনবার সুরা ফাতেহা।
৩। ৩বার/৫বার/৭বার/১০বার সুরা ইখলাছ।
৪। ৫বার/৭বার/১১বার দরুদ শরীফ ইত্যাদি পাঠ করে দোয়া করতে পারে। অথবা কুরআন শরীফের অন্যান্য আয়াত শরীফ বা সুরাসমূহ তিলাওয়াত করে, কম বা বেশী সংখ্যক দরুদ শরীফ পাঠ করে দোয়া বা সওয়াব রেসানী করতে পারে।
          এছাড়া মাযার শরীফ বা কবর জিয়ারত করার সময় অন্যান্য দোয়া-দরুদ শরীফও পাঠ করা যেতে পারে। (সমূহ  ফিকাহ্র কিতাব  দ্রষ্টব্য)

আবা-২২

0 Comments: