২৭৯ নং- সুওয়াল: রোজা রেখে ইন্জেকশন নেওয়া জায়েয না নাজায়েয?


সুওয়াল: রোজা রেখে ইন্জেকশন নেওয়া জায়েয না নাজায়েয?
জাওয়াব: রোজা রাখা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয়ে যায়। কারণ ইনজেকশনের ওষুধ মগজে ও পাকস্থলীতে প্রবেশ করে, আর রোজা অবস্থায় কোন কিছু মগজে ও পাকস্থলীতে প্রবেশ করলে রোজা ভঙ্গের কারণ হিসাবে গণ্য হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এ বিষয়ে মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় বিস্তারিত দলীল-আদীল্লাহ দিয়ে ফতওয়া দেয়ার আশা রাখি।

আবা-২০

0 Comments: