মহাসম্মানীত রাজারবাগ দরবার শরীফ উনার অসংখ্য সেবামূলক কার্যক্রমের কিছু অংশ দেওয়া হলো-


সামাজিক কার্যক্রমঃ

* আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা।
* দেশব্যাপী ভ্রাম্যমাণ সুন্নত মুবারক প্রচার
* হুযুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার সম্মানার্থে সকল মানুষের জন্য প্রতিদিন রাতে তাবারুকের ব্যবস্থা। 
* হুযুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার সম্মানার্থে সকল মানুষের জন্য প্রতি সপ্তাহে ঢাকা এবং প্রতি মাসে সারা বাংলাদেশে একযোগে ভাবারুক বিতরণ করা হয়।
* হুযুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উনার সম্মানার্থে কুরবানীতে বাংলাদেশের সব থেকে বড় গরু, মহিষ ও খাসিসহ অসংখ্য পশু কুরবানী দেওয়া।
* মুসলমানদের অধিকার নিশ্চিত করতে আইনী কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম পূনর্বহাল রাখা।
* মুসলিম অধিকার নিশ্চিত করতে মুসলিম রাইট কার্যক্রম। 
* আন্তর্জাতিক সুন্নত ও ইসলামী ঐতিহ্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা।
* বালক ও বালিকা ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং প্রতিষ্ঠা। 
* দ্বীনি শিক্ষার জন্য বিনা মূল্যে মাদরাসা  প্রতিষ্ঠা। 
* গবেষণার জন্য কোটি কোটি টাকার দুর্লভ কিভাব সমৃদ্ধ লাইব্রেরী প্রতিষ্ঠা।
* ছাত্র সমাজকে বিজ্ঞানচর্চা ও এতে উৎসাহিত করার এক অনবদ্য প্ল্যাটফর্ম IGSRC প্রতিষ্ঠা।
* দ্বীনি শিক্ষার লক্ষ্যে হাজার হাজার কিতাব ও রিসালা প্রকাশ ও প্রচার করা। 
* ঘরে ঘরে বাইতুল হিকমাহ বা লাইব্রেরী প্রতিষ্ঠার কার্যক্রম।
* সামাজিক মূল্যবোধ ঠিক রাখতে পারিবারিক তালীমী মজলিস। 
* সারা দেশে থানায় থানায়, গ্রামে গ্রামে মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠার কার্যক্রম।
* বছরজুড়ে আইয়ামুল্লাহ শরীফ তথা ইসলামী দিবস পালনের ব্যবস্থা।
* ইসলারী সংস্কৃতিকে পু্রণজাগরণের লক্ষ্যে তাহযীব-তামাদ্দুন বিভাগ প্রতিষ্ঠা।
* হালাল হামদ , নাত ও ক্বাছীদা শরীফ ঘরে ঘরে জারী করার কার্যক্রম।
* গরীব-দুঃস্থদের জন্য আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা।
* অসহায় পুরুষ-মহিলাদের বিবাহ শাদী এবং চিকিৎসার ব্যবস্থা। 
* অসহায়দের জন্য যাকাত ফেতরা উশর আদায় তহবিল গঠন।
* বেকারদের জন্য দ্বীনি পরিবেশে কর্মসংস্থানের ব্যবস্থা।
* পথশিশুদের পুনর্বাসনের ব্যবস্থা।
* নও মুসলিমদের সাহায্য ও দ্বীনি কাজে উৎসাহের জল ও মুসলি তহবিল গঠন।
মা, বাবা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা
* পরিবেশ রক্ষার জন্য অগণিত বৃক্ষ রোপণ।

0 Comments: