জরুরত (ইস্তিঞ্জা) সম্পাদন করার নিয়ম

জরুরত (ইস্তিঞ্জা) সম্পাদন করার নিয়ম


১. বাইতুল খলা বা টয়লেটে প্রবেশের আগে দোয়া পাঠ করা-
আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুছি ওয়াল খবায়িছ।
অর্থাৎ- “আয় মহান আল্লাহ পাক! শয়তানের অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।”
২. বাইতুল খলা বা টয়লেটে প্রবেশের সময় বাম পা দেয়া ও বের হওয়ার সময় ডান পা আগে দেয়া।
৩. জরুরত সারার সময় বাম পায়ের উপর ভর দিয়ে বসা।
৪. জরুরত সারার সময় মহিলাদের মাথা কাপড় দিয়ে ঢেকে রাখা ও পুরুষদের মাথায় টুপি পরিধান করা।
৫. কোন গর্তে ছোট ইস্তিঞ্জা না করা।
৬. রাস্তা বা কবরস্থানে ছোট ইস্তিঞ্জা ও বড় ইস্তিঞ্জা না করা।
৭. ফলদার গাছের নীচে এবং যে গাছের ছায়ায় মানুষ বসে সেখানে ছোট ইস্তিঞ্জা ও বড় ইস্তিঞ্জা না করা।
৮. বাইতুল খলা বা টয়লেটে বসা বা ইস্তিঞ্জা করার সময় মুখ বা পিঠ ক্বিবলা উনার দিকে না করা।
৯. প্রবাহিত পানি বা অল্প আবদ্ধ পানিতে ছোট ইস্তিঞ্জা ও বড় ইস্তিঞ্জা না করা।
১০. শৌচাদির জন্য ডান হাত ব্যবহার না করা।
১১. দাঁড়িয়ে ছোট ইস্তিঞ্জা না করা।
১২. জরুরত সারার পর কুলুখ ব্যবহার করা।
১৩. বাইতুল খলা বা টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করা-
আলহামদু লিল্লাহিল্ লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানী।
অর্থাৎ- “সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য। যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দিয়েছেন এবং আমাকে সুস্থতা দান করেছেন।”



0 Comments: