হক্ব -নাহক্ব চিনবেন কি করে ?




হক্ব -নাহক্ব চিনবেন কি করে ?
ফিতনা ফ্যাসাদের বর্তমান এই যামানায় হাজারে হাজারে ভ্রান্ত ইসলামিক গ্রুপ এবং ভণ্ড পিরদের ভিড়ে আহলে সুন্নাতুয়াল জামাত এর সঠিক আক্বিদার অনুসারী হাক্কানি পির, মাশায়েখ, আলেম উলামাদের কিভাবে চিনবেন এবং একজন সঠিক ইমাম এবং হাক্কানি পিরের সন্ধান পাবেন তার কিছু বর্ণনা নিছে দেওয়া হলো। আর ইলমে তাসাউফ সম্পর্কে জানতে এই পোষ্ট টি পড়ুন ইলমে তাসাউফ অর্জন করা এবং একজন হক্কানী শায়েখের কাছে বাইয়াত।
জামানার একজন হাক্কানি পির উনার সাথে অন্যান্য মাওলানা ও পীর সাহেবদের পার্থক্য কোথায়?————
মানুষের সাথে মানুষের মতের পার্থক্য সর্বকালেই রয়েছে। আর মতপার্থক্যই অনেকক্ষেত্রে বিরোধ সৃষ্টি করে থাকে। তবে শরীয়তের দৃষ্টিতে তিনিই সঠিক হবেন যিনি কুরআন শরীফ, হাদিছ শরীফ থেকে সঠিক ফায়সালা তুলে ধরেন। আমি বলববনা অমুক ভালো তমুক ভালো আমি শুধু কুরআন শরীফ এবং সুন্নাহ শরীফ অনুসারে যে জীবন যাপন করবে তাকেই বলবো এবং যিনি সম্পূর্ণরূপে কুরআন শরীফ ও সুন্নাহ শরীফের অনুসরণ করে থাকেন একমাত্র তিনিই হক্ব পথে আছেন। আর এটাই হচ্ছে অন্যান্য সকল দল-উপদল থেকে হাক্কানি পির মাশায়েখ দের একমাত্র পার্থক্য।
কিন্তু আজকে অমুক আশিকে রাসুল, তমুক বাতিলের হুংকার বলে লাভ নাই কারন মুখের কথায় তো আর চিড়া ভেজে না। তাই কথাগুলোর প্রমাণ থাকতে হবে কুরআন শরীফ এবং সুন্নাহ শরীফ দ্বারা। ইনশাআল্লাহ প্রমাণ দেওয়া হবে। যারা সঠিক পথের সন্ধান চায়, তারা পার্থক্য দিয়েই সহজে চিনতে পারবে কে হক্ব পথে আছে আর কে ভুল পথে। তাহলে আসুন দেখি, হাক্কানি পির/মাশায়েখ উনাদের সাথে অন্যান্য মাওলানা, পীর সাহেব, মুফতি ও হুযুরদের পার্থক্য কোথায়ঃ
[বিঃদ্রঃ যারা আমার প্রত্যেকটা বিষয়ের সাথে একমত হতে পারছেন না বা মেনে নিতে পারছেন না, তারা দয়া করে প্রত্যেক্টা বিষয়ের নিছে যে দলিল এর লিঙ্ক দেওয়া আছে দলীলগুলো ভালভাবে পড়বেন এবং চিন্তা করবেন।]
১) ছবি তোলাঃ ইসলামিক শরিয়তে কুরআন শরীফ-সুন্নাহ শরীফ উনাদের আলোকে প্রাণীর ছবি আঁকা, তোলা, ক্যামেরাবন্দী করা, ভিডিও করা ইত্যদিকে হারাম ফতোয়া দেওয়া হয়েছে।
লিংক- ছবি ফতোয়া –
১. https://khawajarazi.blogspot.com/2018/10/blog-post_24.html
২. https://khawajarazi.blogspot.com/2018/10/blog-post_64.html
৩. https://khawajarazi.blogspot.com/2018/10/blog-post_68.html
৪. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_77.html
{যারা এই হারাম কাজে জড়িতঃ ইসলামিক টিভি, পিস টিভি, মওদুদী জামাত-শিবির, দেওয়ানবাগী পীর, চরমোনাই পীর, কওমী-খারিজী, হেফাজতে ইসলাম, অতি সুন্নী-রেজাখানীর আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিছ-লামাযহাবী, জাকির নায়েক, ওহাবী, হিজবুত তাহরীর, এবং মাযার ব্যবসায়ী অধিকাংশ পির ইত্যাদি}
২) বেপর্দা হওয়াঃ ইসলামিক শরিয়তে কুরআন শরীফ-সুন্নাহ শরীফ উনাদের আলোকে হুকুম হলো এই যে, পুরুষদের পর্দা হচ্ছে তারা কোন পর্দানশীন মহিলার বোরকার দিকেও স্বেচ্ছায় দৃষ্টি দিতে পারবে না। আবার মহিলারা গায়রে মাহরাম পুরুষদের সাথে কথা বলতে পারবে না এবং শরীরের একটি পশমও দেখাতে পারবে না। পরপুরুষের সামনে তাদেরকে মুখ খোলা রাখা যাবে না।
লিংক- হিজাব বা পর্দা ফরযে আইন হওয়ার প্রমাণ। বিস্তারিত পড়ুন।
১. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_15.html
২. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_0.html
৩. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_61.html
৪. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_54.html
৫. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_3.html
৬. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_5.html
৭. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_14.html
৮. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_43.html
৯. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_89.html
১০. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_2.html
১১. ক) https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_77.html
১১. খ) https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_12.html
১২. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_31.html
১৩. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_78.html
১৪. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_30.html
১৫. ক) https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_96.html
১৫. খ) https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_16.html
১৬. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_93.html
১৭. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_81.html
১৮. ক) https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_60.html
১৮. খ) https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_85.html
১৮. গ) https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_32.html
১৯. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_42.html
২০. https://khawajarazi.blogspot.com/2018/11/blog-post_34.html
{যারা এই হারাম কাজে জড়িতঃ মওদুদী জামাত-শিবির, দেওয়ানবাগী পীর, অতি সুন্নী-রেজাখানী আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিছ-লামাযহাবী, জাকির নায়েক, ওহাবী এবং মাযার ব্যবসায়ী অধিকাংশ পির}
৩) গণতন্ত্র করা ও নারী নেতৃত্ব করাঃ ইসলামিক শরিয়তে কুরআন শরীফ-সুন্নাহ শরীফ উনাদের আলোকে হুকুম হলো এই যে, ইসলামী শরীয়ত ব্যতীত মানবরচিত কোন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র করা জায়িজ নেই।
লিংক- গণতন্ত্র করা হারাম ফতোয়া । লিংক- ১. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post.html ২. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_2.html ৩. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_36.html. ৪. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_83.html ৫. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_85.html ৬. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_8.html ৭. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_1.html ৮. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_87.html ৯. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_14.html ১০. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_4.html ১১. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_98.html ১২. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_52.html ১৩. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_42.html ১৪. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_18.html ১৫. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_45.html

{যে সকল নামধারী ইসলামি দল এই হারাম কাজে জড়িতঃ মওদুদী জামাত-শিবির, চরমোনাই পীর, কওমী-খারিজী, হেফাজতে ইসলাম, জাকের-পার্টি এবং মাযার ব্যবসায়ী অধিকাংশ পির}
৪) খেলাধুলা করাঃ ইসলামিক শরিয়তে কুরআন শরীফ-সুন্নাহ শরীফ উনাদের আলোকে হুকুম হলো এই যে, ক্রিকেট, ফুটবল, ভলিবল, কেরাম, টেবিল-টেনিস ইত্যাদি সহ যাবতীয় সকল খেলাধুলা হারাম এবং হাদিছ শরীফ মুতাবিক যে তিনটি বিষয় যায়েজ তা এই খেলাধুলার অন্তর্ভুক্ত নয়।
লিংক- ইসলামের দৃষ্টিতে বিশ্বকাপ ফুটবল বা খেলাধুলা’র শরয়ী আহকাম ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া- ১. https://khawajarazi.blogspot.com/2018/10/blog-post_57.html ২. https://khawajarazi.blogspot.com/2020/03/blog-post_7.html

{যে সকল নামধারী ইসলামি দল এই হারাম কাজে জড়িতঃ ইলিয়াসী তাবলীগী, মওদুদী জামাত-শিবির, কওমী-খারিজী, অতি সুন্নী-রেজাখানী আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিছ-লামাযহাবী, জাকির নায়েক, ওহাবী, হিজবুত তাহরীর}
৫) মীলাদ শরীফঃ ইসলামিক শরিয়তে কুরআন শরীফ-সুন্নাহ শরীফ উনাদের আলোকে হুকুম হলো এই যে, ঈদে মীলাদুননবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা এবং মীলাদ শরীফ পাঠ করা সকলের জন্যই ফরয-ওয়াজিব। ।
লিংক- আমরা কেন মিলাদ শরীফ ক্বিয়াম শরীফ করবো? আসসালামুআলাইকুম।।আপনার মতামত জানতে চাই।।।সকল ঈদের সেরা ঈদ - সাইয়্যিদুল আইয়াদ শরীফ ঈদে মিলাদুন্নবী - ১. আল্লাহ পাক কি বলেছেন ?- https://khawajarazi.blogspot.com/2022/10/blog-post_9.html ২. নবিজি কি পালন করেছেন ? - https://khawajarazi.blogspot.com/2022/10/blog-post_41.html ৩. নবি-রাসুলগন কি পালন করেছেন ? - https://khawajarazi.blogspot.com/2022/10/blog-post_32.html ৪. খোলাফায়ে রাশেদীন কি পালন করেছেন?- https://khawajarazi.blogspot.com/2022/10/blog-post_80.html ৫. ছাহাবাগন কি পালন করেছেন ? - https://khawajarazi.blogspot.com/2022/10/blog-post_22.html ৬. তাবেয়ী-তাবেতাবেঈন কি পালন করেছেন ? - https://khawajarazi.blogspot.com/2022/10/blog-post_49.html ৭. ইমাম-মুজতাহিদগন কি পালন করেছেন ? - https://khawajarazi.blogspot.com/2022/10/blog-post_24.html ৮. মক্কা-মদীনা শরীফে কি পালন হয়? - https://khawajarazi.blogspot.com/2022/10/blog-post_15.html ৯. দেওবন্দী - কওমীদের গুরুরা কি বলেছে?- https://khawajarazi.blogspot.com/2022/10/blog-post_89.html
১০.বাদশাহ মুজাফর রহমতুল্লাহি আলাইহি এর পুর্ব থেকেই ঈদে মিলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রচলন ছিল- http://khawajarazi.blogspot.com/2018/09/blog-post_10.html?m=1
১১.আমরা যেভাবে সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করি-http://khawajarazi.blogspot.com/2018/09/blog-post_49.html?m=1
১২.জন্মদিন পালন করা সম্মানিত সুন্নাহ শরীফ উনার অন্তভূক্ত- http://khawajarazi.blogspot.com/2018/10/blog-post_44.html?m=1
১৩.২৪ ঘন্টা সদা সর্বদা নবীজীর ধ্যানে খেয়ালে স্মরনে থাকতে হবে-http://khawajarazi.blogspot.com/2022/11/blog-post_4.html?m=1
১৪.অ্যাস্ট্রোনমারদের গবেষণায় নির্ভুলভাবে প্রমাণ হয় ১২ই রবিউল আউয়াল-ই হচ্ছে নবীজির আগমণ (জন্ম) এর দিন-https://noorejulfikar12.blogspot.com/2016/11/blog-post_60.html
১৫.ওহাবী সালাফীদের গুরু ইবনে তাইমিয়া ও আব্দুল ওহাব নজদীর ঈদে মীলাদুন্নবীর পক্ষে ফতোয়া- http://khawajarazi.blogspot.com/2023/09/blog-post.html?m=1

১৬.সহীহ হাদীস শরীফ দ্বারা প্রমানিত ১২ ই রবিউল আউয়াল শরীফ সোমবার শরীফ- হচ্ছে ঈদে মীলাদুন্নবী—https://khawajarazi.blogspot.com/2023/10/blog-post_12.html
তাহলে যারা তোতা পাখির মত মুখস্থ কথা বলে " ইহা বিদয়াত" তারা কি কোরান - হাদীস -ইজমা ক্বিয়াসকে অস্বীকারকারী নয় ? এমন ব্যক্তি মুসলমান থাকবে কি ?

{ যে সকল নামধারী ইসলামি দল এই খাস সুন্নাহ কে বিদাত বলে উড়িয়ে দেয়ঃ ইলিয়াসী তাবলীগী, মওদুদী জামাত-শিবির, চরমোনাই পীর, কওমী-খারিজী, হেফাজতে ইসলাম, আহলে হাদিছ-লামাযহাবী, জাকির নায়েক, ওহাবী, হিজবুত তাহরীর ইত্যাদি}
এছাড়া আরো অসংখ্য আকিদা ও আমলগত পার্থক্য রয়েছে অন্যান্যদের সাথে। যদি সম্ভব হয় বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
# অনেকেই দেখি হাক্কানি পির, মাশায়েখ, আলেম উলামাদের বিরোধিতা করে থাকে, কিন্তু কেন? এক্ষেত্রে আমাদের কি করণীয়?
- অনেক কারণেই কিছু নির্দিষ্ট দলের লোক উনাদের বিরোধিতা করে থাকে। মনে রাখবেন, নির্দিষ্ট কিছু দলের লোক। তন্মধ্যে কিছু কারণ নিম্নে দেওয়া হলঃ
১) আহলে সুন্নাতুয়াল জামাত এর সঠিক আক্বিদার অনুসারী হাক্কানি পির, মাশায়েখ, আলেম উলামারা যখন কুরআন শরীফ, হাদিছ শরীফ, ইজমা ও কিয়াস শরীফ থেকে যে সকল সঠিক ফায়সালা দেন, তা তাদের মনঃপূত হয় না, ফলে তারা উনাদের বিরোধিতা করে থাকে। (নাউযুবিল্লাহ)
২) আহলে সুন্নাতুয়াল জামাত এর সঠিক আক্বিদার অনুসারী হাক্কানি পির, মাশায়েখ, আলেম উলামাদের সঠিক ফায়সালার কারণে বাতিলেরা ধর্মব্যবসা করতে পারে না, ফলে তারা উনাদেরর বিরোধিতা করে থাকে।
৩) পথভ্রষ্ট দলের বিরুদ্ধে কুরআন শরীফেই আয়াত শরীফ রয়েছে। আর আহলে সুন্নাতুয়াল জামাত এর সঠিক আক্বিদার অনুসারী হাক্কানি পির, মাশায়েখ, আলেম উলামারা সেই সুন্নত মুবারক আদায় করে বাতিল দলের বিরুদ্ধে বলে থাকেন। আর কারও বিরুদ্ধে বলা হলে, সে সংশোধনের চাইতে পুনঃবিরোধিতা করে থাকে, এটাই নফসের টান। আর এ কারণেই তারা উনাদের বিরোধিতা করে থাকে।
এক্ষেত্রে করণীয় হচ্ছে, যেহেতু আহলে সুন্নাতুয়াল জামাত এর সঠিক আক্বিদার অনুসারী হাক্কানি পির, মাশায়েখ, আলেম উলামারা যখন হক্ব পথে আছেন তাই উনাদের প্রদত্ত ফতোয়াগুলো একবারের জন্য হলেও দলীল সহকারে পড়ুন। বুঝতে না পারলে বারবার পড়ুন। মহান আল্লাহ পাক আমাদের সহীহ সমঝ দান করুন। আমিন।


0 Comments: