মুসাফিরী পথের দূরত্ব সম্পর্কে বিশেষ তাজদীদ মুবারক প্রকাশ

Image result for তাজদীদ
মুসাফিরী পথের দূরত্ব সম্পর্কে বিশেষ তাজদীদ মুবারক প্রকাশ
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরী‘য়াহ ওয়াত তরীক্বাহ, কুতুবুল ‘আলম, মুজাদ্দিদে আ‘যম, আল গওছুল আ’যম, সুলত্বানুল আওলিয়া, মাখযানুল মা’রিফাহ, খযীনাতুর রহমাহ, মুঈনুল মিল্লাহ, লিসানুল উম্মাহ, তাজুল মুফাসসিরীন, রঈসুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা, হাকীমুল হাদীছ, হুজ্জাতুল ইসলাম, সাইয়্যিদুল মুজতাহিদীন, মুহইস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, ছাহিবুল ইলহাম, রসূলে নুমা, সাইয়্যিদুল আওলিয়া, সুলত্বানুল ‘আরিফীন, ইমামুছ ছিদ্দীক্বীন, সাইয়্যিদুল মুজাদ্দিদীন, সাইয়্যিদুল খুলাফা, আবুল খুলাফা, ইমামুল আইম্মাহ, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, সুলত্বানিন নাছীর, হাবীবুল্লাহ, জামি‘উল আলক্বাব, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা সাইয়্যিদুনা মুর্শিদুনা শায়খুনা হযরত ইমামুল উমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত লখতে জিগার আওলাদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, কুতুবুল ‘আলম, আল গওছুল আ’যম, সুলত্বানুল আওলিয়া, হাকীমুল হাদীছ, হুজ্জাতুল ইসলাম, সাইয়্যিদুল মুজতাহিদীন, মুহইস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, ছাহিবুল ইলহাম, রসূলে নুমা, সাইয়্যিদুল আওলিয়া, সুলত্বানুল ‘আরিফীন, ইমামুছ ছিদ্দীক্বীন, ইমামুল আইম্মাহ, ছানিয়ে মুজাদ্দিদে আ’যম, সুলত্বানিন নাছীর, হাবীবুল্লাহ, জামি‘উল আলক্বাব, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল উমাম হযরত আল মানছূর আলাইহিস সালাম উনার বেমিছাল সম্মানিত তাজদীদ মুবারক এই যে-
“মুসাফিরী পথ হচ্ছে ১৮ (আঠার) ফরছখ তথা ৫৪ (চুয়ান্ন) মাইল। যা কিলোমিটার হিসেবে ৯৮.৭৫ (পৌনে নিরানব্বই) কিলোমিটার। আর শরয়ী হাত হিসেবে ২১৬০০০ (দু’ লাখ ষোল হাজার) হাত। সম্মানিত হানাফী মাযহাব উনার ইহাই নির্ভরযোগ্য ও চূড়ান্ত ফায়সালা। কিন্তু যারা মুসাফিরী পথ ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার বলে থাকে তাদের এ মতটি নির্ভরযোগ্য নয়।” 
বিস্তারিত বিশ্লেষণ:
মুসাফিরী পথের মৌলিক হিসাব: 
সকল ফিক্হ ও ফাতাওয়া উনাদের কিতাবের বর্ণনা মুতাবিক শরীয়তে মুসাফিরী পথ হচ্ছে- ৩ দিন ও ৩ রাত। যাকে মূলত: তিন দিবস বা দিনই বলা হয়ে থাকে। আর এই  ৩ দিন ও ৩ রাতের দূরত্ব  হলো ৫৪ মাইল। আর ৫৪ মাইল হচ্ছে মুসাফিরী পথ। 
মুসাফিরী পথের দূরত্বের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ:
হানাফী মাযহাব উনার নির্ভরযোগ্য সর্বজনমান্য ও বিশুদ্ধ সকল ফিক্হ ও ফাতাওয়া উনাদের কিতাবের বর্ণনানুযায়ী যা বিস্তারিত আলোচনা পাওয়া যায়, তাহচ্ছে:  
সিংহের কেশর বা যেকোনো ঘোড়া বা তুর্কিস্তানের ঘোড়ার লেজের পশম বা গাধার পশমের পুরুত্ব একই রকম। তাই উক্ত যেকোনো একটি পশুর উল্লেখিত ৬টি পশমের সমষ্টির সমান ১টি যবের পুরুত্ব, যাকে ১ সুতাও বলা হয়। বিভিন্ন ফুক্বাহায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা দৈর্ঘ্যরে হিসাব করতে যেয়ে উক্ত তিন প্রকার পশুর পশমের উপমা দ্বারা শুরু করেছেন। কেননা  উক্ত তিন প্রকার পশুর পশমের পুরুত্ব একই রকম।  
আর ৬টি যব পাশাপাশি বসালে এক আঙ্গুল পরিমাণ হয়। ২৪ আঙ্গুল সমান এক ذراع ‘যিরা’ তথা শরয়ী এক হাত হয়। ৪০০০ হাত সমান দৈর্র্ঘ্যে এক মাইল হয়। মানুষের হাতে ৪০০০ হাত সমান দৈর্র্ঘ্যরে পথ অতিক্রম করতে একটি উটের পা ফেলতে হয় ১০০০ পা। সে হিসেবে দেখা যাচ্ছে মানুষের প্রতি চার হাত সমান দৈর্ঘ্য উটের এক ক্বদম বা একবার পা ফেলানোর সমান দূরত্ব। দেখা যাচ্ছে যে, মানুষের ৪০০০ হাত সমান উটের ১০০০ পা অতিক্রম করার দূরত্ব। আর ইহাই শরয়ী ১ মাইল। যদিও ১৭৬০ গজে প্রচলিত হিসেবে ১ মাইল হিসাব করা হয়। প্রচলিত এ হিসাব ভুল। 
প্রতি ৩ মাইলে হয় ১ ফরছখ। ফাতাওয়াগ্রাহ্য ও প্রাধন্যপ্রাপ্ত মত অনুযায়ী মুসাফিরী পথ হচ্ছে ১৮ ফরছখ তথা 
১৮ী৩= ৫৪ মাইল। যেহেতু ১ ফরছখ সমান ৩ মাইল। তাই ১৮ ফরছখ সমান ১৮ী৩=৫৪ মাইল। যা কিলোমিটার হিসেবে ৯৮.৭৫ কিলোমিটার। যেহেতু প্রতি ১.৮২ কিলোমিটার সমান ১ মাইল। তাই ৫৪ মাইল সমান 
৫৪ী১.৮২=৯৮.৭৫ (পৌনে নিরানব্বই) কিলোমিটার। 
আর শরয়ী হাত হিসেবে ১০৮০০০ী২= ২১৬০০০ (দু’ লাখ ষোল হাজার) হাত। 
মুসাফিরী পথের ব্যাপারে উল্লেখিত হিসাবই সম্মানিত হানাফী মাযহাব উনার নির্ভরযোগ্য ও চূড়ান্ত হিসাব। কিন্তু যারা মুসাফিরী পথ ১৬ ফরছখ তথা ৪৮ মাইল বলে থাকে তাদের এ মতটি আমাদের হানাফী মাযহাব উনার মত নয়। বরং এ মতটি মালিকী, শাফিয়ী ও হাম্বলী মাযহাব উনাদের মত। আমরা যেহেতু সম্মানিত হানাফী মাযহাব উনার অনুসারী, তাই আমাদেরকে আমাদের মাযহাব উনার নির্ভরযোগ্য ও প্রাধন্যপ্রাপ্ত ফায়সালা মুবারক উনাকেই গ্রহণ করতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। 
(তথ্যসূত্র: আল-জাওহারাতুন নাইয়্যারাহ্ শরহে মুখতাছারুল কুদূরী, ফতহুল ক্বদীর শরহুল হিদায়াহ্ আলা বিদায়াতিল্ মুবতাদী, আল-বিনায়াহ আলাল্ হিদায়াহ লিল আইনী, আইনুল হিদায়াহ, আল-বাহরুর রায়িক্ব শরহু কানযিদ দাক্বায়িক্ব, তাবয়ীনুল হাক্বায়িক্ব শরহু কানযিদ্ দাক্বায়িক্ব লিল্ আহনী, আন-নাহরুল ফায়িক্ব শরহু কানযিদ দাক্বায়িক্ব, মিনহাতুল খালিক্ব আলাল বাহরির রায়িক্ব শরহে কানযুদ্ দাক্বায়িক্ব, আদ্ দুররুল মুখতার আলা তানবীরিল আবছার, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার শরহে তানবীরুল আবছার, হাশিয়াতুত্ ত্বহত্বাবী আলাদ দুররিল মুখতার, গাইয়াতুল আওতার আলাদ্ দুররিল মুখতার, ফাতাওয়ায়ে তাতারখানিয়াহ, ফাতাওয়ায়ে ক্বাদ্বীখান, আল-ফাতাওয়াল আলমগীরিয়াহ (ফাতাওয়ায়ে হিন্দিয়া), আল-ফিক্হু আলা মাযাহিবিল আরবায়াহ ইত্যাদী কিতাবসহ অন্যান্য সমস্ত নির্ভরযোগ্য ও বিশ্ববিখ্যাত ফিক্হ ও ফাতাওয়া উনাদের কিতাবে উল্লেখ আছে) 

0 Comments: