৭২৩ নং-সুওয়াল : রোজা রাখা অবস্থায় হাত পা কেটে অথবা কোন ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়লে রোজা ভঙ্গ হবে কি?

 


সুওয়াল : রোজা রাখা অবস্থায় হাত পা কেটে অথবা কোন ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়লে রোজা ভঙ্গ হবে কি?

জাওয়াব : রোজা রাখা অবস্থায় শরীরের কোন অঙ্গ-প্রতঙ্গ কেটে অথবা ক্ষতস্থান থেকে রক্ত নির্গত হলে, রোজা ভঙ্গও হবেনা, মাকরূহ্ও হবেনা। (আলমগীরী)

আবা -৪১

0 Comments: