সকল মুসলিম ব্যবসায়ী ভাইদের বিশেষ দৃষ্টি আকর্ষণ-


সকল মুসলিম ব্যবসায়ী ভাইদের বিশেষ দৃষ্টি আকর্ষণ-

সকল মুসলিম ব্যবসায়ী ভাইদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসছে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ তথা ঈদে মীলাদে হাবীবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আপনারা আপনাদের পণ্যে বিশেষ ছাড় দিন। কাস্টমারকে আকৃষ্ট করুন।

আমি হলফ করে বলতে পারি, এ ধারায় যদি আপনারা ব্যবসা চালু করতে পারেন, তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের ব্যবসায় যত লাভ হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাদের ব্যবসায় যত লাভ হয়, তার থেকে অনেক অনেক বেশি লাভ হবে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে ব্যবসা করলে। সুবহানাল্লাহ।

কেননা: ঈদুল ফিতর উনার আনন্দ হচ্ছে ফেতরা দেওয়াকে কেন্দ্র করে,
ঈদুল আযহা উনার আনন্দ হচ্ছে পবিত্র কুরবানী বা ত্যাগের আনন্দকে কেন্দ্র করে,
কিন্তু ঈদে মীলাদে হাবীবুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার আনন্দ হচ্ছে স্বয়ং আমাদের নবীজি (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার আগমন মুবারককে কেন্দ্র করে।

সুতরাং নিঃসন্দেহে ঈদে মীলাদে হাবীবুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার খুশি-আনন্দ সব কিছুকে অতিক্রম করবে।

পরিশেষে বলতে হয়, আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

وما ارسلناك الا رحمة للعالمين

অর্থ: “আমি আপনাকে সারা আলম-এর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।” ( পবিত্র সূরা আম্বিয়া শরীফ : পবিত্র আয়াত শরীফ ১০৭)

তাই মূল রহমত উনার আগমন মুবারককে কেন্দ্র করে যা কিছুই করবেন, তাতে আপনার ব্যাবসায়ীক সাফল্য অসংখ্য গুন বেশি হবে তাতে কোন সন্দেহ নাই।
মহান আল্লাহ পাক তিনি প্রত্যেক মুসলিম ব্যবাসায়ী ভাইকে সাইয়্যিদুল আইয়াদ শরীফ তথা  ঈদে মীলাদে হাবীবুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)  উপলক্ষে বিশেষ ব্যবসায়ীক কার্যক্রম গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।
#7RobiulAwalShareef
#12RobiulAwalShareef
#90DaysMahfil 
#RajarbagDorberShareef
sunnat.info
Sm40.com

0 Comments: