একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১৭৬

 

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার শান-মান, মর্যাদা

ও মাক্বাম সম্পর্কে রিজালুল গইব

উনারাও অবহিত

পবিত্র মাযার শরীফ থেকে অনেক নূর মুবারক বের হয়ে সুদূর আকাশ পর্যন্ত পরিব্যাপ্ত হয়। অনেকেই এই মুবারক দৃশ্য প্রত্যক্ষ করেছেন। রিজালুল গইব এবং মাহবূব সকল ওলীআল্লাহ রহমতুল্লাহি আলাইহিম উনাদের সাপ্তাহিক আগমন, সাক্ষাৎ, আলোচনা ও মাজলিস উনার মূল লক্ষ্য থাকে ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, ছাহিবে ইসমে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আফদ্বালুল আউলিয়া, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, খাজিনাতুর রহমাহ, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কাবা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম এবং উনার বুযুর্গপুত্র আওলাদে রসূল, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, আল গাউছুল আযম, ছাহিবু সুলত্বানিন নাছীর, জামিউল মাক্বাম, হুজ্জাতুল ইসলাম, ইমামুছ ছিদ্দীক্বীন, নূরে মুকাররাম, আন নিমাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, রসূলে নুমা, জাব্বারিউল আউয়াল, ক্ববিউল আউয়াল, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনাদের মুবারক শান-মান, মর্যাদা-মাক্বাম সম্পর্কে আলোচনা করা, উনাদের ছানা-ছিফত করা, উনাদের পবিত্র ফায়েজ-তাওয়াজ্জুহ-নেকদৃষ্টি এবং উনাদের তায়াল্লুক-নিছবত হাছিল করা।

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে:

عند ذكر الصالـحين تنـزيل الرحمة.

অর্থ: হযরত হক্কানী-রব্বানী ওলীআল্লাহ উনাদের যেখানে আলোচনা করা হয় সেখানে মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা উনার রহমত বর্ষিত হয়ে থাকে।যদি আল্লাহওয়ালাগণ উনাদের আলোচনায় ও ছানা-ছিফাতে মহান আল্লাহ পাক উনার খাছ রহমত বর্ষণের দরজা অবারিত হয়, তাহলে যিনি বিগত, বর্তমান ও অনাগত সকল ওলীআল্লাহ উনাদের ধ্যান, জ্ঞান, আকর্ষণ, মনোযোগ ও আকর্ষণের দায়িমী ক্বিবলা, উনাদের মান্যবর ইমাম, যিনি উনাদের সাইয়্যিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, জব্বারিউল আউওয়াল, ক্ববিউল আউওয়াল, আসসাফফাহ, হাবীবুল্লাহ আলাইহিস সালাম উনার মুবারক আলোচনায়, উনার মুবারক ছানা-ছিফতে উনার সঙ্গে মুবারক তায়াল্লুক-নিসবতে এবং উনার মুহব্বত-মারিফাত অর্জনে মহান আল্লাহ পাক এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের যে কী পরিমাণ রিযামন্দি-সন্তুষ্টি হাছিল হবে এবং উনাদের যে কতোটুকু নিগূঢ় নৈকট্য হাছিল হবে, তা হাক্বীক্বীভাবে উপলব্ধি করার যোগ্যতা মানুষের নেই। সুবহানাল্লাহ!

একই কারণে মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, আন নিমাতুল কুবরা আলাল আলাম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার বুযূর্গ পিতা, যিনি ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, মুসতাজাবুদ দাওয়াত, লিসানুল হক্ব, ছাহিবুল ইলহাম, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কাবা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনার মুবারক আলোচনায়, উনার মুবারক ছানা-ছিফতে উনার সঙ্গে তায়াল্লুক-নিসবত এবং উনার মুহব্বত-মারিফাত অর্জনে মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের যে কী পরিমাণ রিযামন্দি-সন্তুষ্টি মুবারক এবং নিগূঢ় নৈকট্য মুবারক হাছিল হবে, তাও মানুষের সমঝ ও উপলব্ধির সীমাহীন ঊর্ধ্বে। সুবহানাল্লাহ!

তাইতো সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মুবারক সাক্ষাৎ, উনার পবিত্র সান্নিধ্য হাছিল, উনার পবিত্র তায়াল্লুক-নিসবত এবং উনার বুযূর্গপুত্র আন নিমাতুল কুবরা আলাল আলাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার পবিত্র ফায়েজ-তায়াজ্জুহ ও নেকদৃষ্টি হাছিলের উদ্দেশ্যেই পবিত্র মাজার শরীফ উনার সম্মুখস্থ মুবারক প্রাঙ্গণে সকল ওলীআল্লাহ রহমতুল্লাহি আলাইহিম ও রিজালুল গইব উনাদের সাপ্তাহিক মুবারক মাজলিস অনুষ্ঠিত হয়ে থাকে। সুবহানাল্লাহ!  (চলবে)

আবা-২৩৬

0 Comments: