রাজারবাগ শরীফ উনার পরিচিতি-১৩

মহিলাদের তালীমের ব্যবস্থা এবং মহিলা মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্য
মহিলাগণের তালীম দেবার সুন্নত জারী রয়েছে হযরত উম্মুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কাছ থেকে এবং পরবর্তীতে অনেক মহিলা সাহাবী রদিয়াল্লাহুতায়ালাআনহুমা উনারাও তালীম দেবার সুন্নত জারী রেখেছেন। ইতিহাস ঘাটলে অনেক আল্লাহওয়ালীগণের নাম পাওয়া যায় যারা তালীম দিয়েছেন । কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনাদের তালিমের বিষয়গুলো উল্লেখযোগ্যভাবে লিপিবদ্ধ না হবার কারণে পরবর্তীতে মহিলাগণের মাঝে তালিম দেবার একটা বড় সংকট দেখা দেয়। তাছাড়া শুধু কেতাব পড়ে মহিলাগণের জন্য আল্লাহওয়ালী হওয়া সম্ভব নয় উনাদের জন্যও প্রয়োজন একজন মহিলা শাইখা বা খাস আল্লাহ ওয়ালী উনার মুবারক সোহবত এবং তালীম তালকিন।
এই বিষয়ে সবচেয়ে প্রয়োজনীয়তা অনুভব করেন যিনি ১৫ শতকের সম্মানিত মুজাদ্দিদ,যামানার লক্ষ্যস্থল ওলী আল্লাহ, যামানার ইমাম ও মুস্তাহিদ মুজাদ্দিদে আযম মামদুহ হযরত মুরশিদ কিবলা আলাইহিস সালাম এবং উনার সম্মানিতা সাহেবাতুল মুকাররামা আমাদের উম্মুল উমাম আম্মাজী কিবলা আলাইহাস সালাম। উম্মুল উমাম আম্মাজী কিবলা আলাইহাস সালাম তিনি খাস আওলাদে রসূল এবং ওলী আল্লাহ হবার কারণে তাছাড়া উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহাস সালাম এবং উম্মুল মুমিমীন হযরত সিদ্দিকা আলাইহাস সালাম উনাদের সঙ্গে গভীর নিসবত থাকার কারণে উনার তালীম মুবারকের মধ্যে ইলম ও হিদায়েতের নূর বিচ্ছুরণ হয় অগণিত ধারায়। সে কারণেই মহিলাগণ উনার মুবারক সোহবত ইখতিয়ার করে তালীম গ্রহন করে আল্লাহওয়ালী হচ্ছেন। কিন্তু এই আল্লাহওয়ালী হবার ধারা অব্যাহত রাখার জন্যই উনারা প্রতিষ্ঠা করেছেন মহিলা মাদরাসা।
খাস পর্দার সাথে, মহিলাগণের মাধ্যমে বালিকাদের শিক্ষা দেবার বিষয়টি একটি মহিলা মাদরাসায় থাকতেই হবে যা কিনা বর্তমান প্রচলিত মহিলা মাদ্রাসাগুলোতে নেই কিন্তু মুহম্মদিয়া জামিয়া শরীফ মহিলা মাদরাসায় এই পরিবেশতো আছেই বরং পাঁচ বছরের একটি মেয়ে কোন পুরুষের সামনে যায় না। তাছাড়া অপ্রাপ্তাবয়স্কা অবস্থা থেকেই মেয়েরা খাস পর্দার অনুশীলন করে। এছাড়াও আমাদের মহিলা মাদরাসার অনেক অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা আমরা মাদরাসার পরিচিতি পর্বে তুলে ধরবো ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই মাদরাসা সম্পূর্ণভাবে হযরত উম্মুল উমাম আম্মাজী কিবলা আলাইহাসালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত। সুবহানাল্লাহ।

0 Comments: