৬৭৭ নং- সুওয়াল : কোন নাপাকী ব্যক্তি মুর্দাকে গোসল করালে তার হুকুম কি?


সুওয়াল : কোন নাপাকী ব্যক্তি মুর্দাকে গোসল করালে তার হুকুম কি?
জাওয়াব : নাপাকী ব্যক্তি বা হায়েজ ওয়ালী মহিলা যদি কাউকে গোসল করায়, তাহলে তাদের গোসল করানোটা মাকরূহ তাহরীমী হবে। আর যদি কোন কাফির গোসল দেয়, তাহলে তা ঠিক হবেনা। তবে যদি কোন মুসলমান ব্যক্তি পাওয়া না যায়, তবে কাফির ব্যক্তি গোসল দিতে পারবে।
মূলত মুর্দাকে গোসল দানকারী ব্যক্তির, পবিত্র হওয়া ও ওযুর সহিত গোসল দেয়াই সুন্নত। (আলমগিরী, তাহ্তাবী, কাজিখান, কানইয়া)
আবা- ৩৮

0 Comments: