ঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফ নিয়ে এনটিভি’র অপপ্রচারের জবাব (পর্ব– ৪)


Related imageঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফ নিয়ে এনটিভি’র অপপ্রচারের জবাব (পর্ব– ৪)

জমির দখলদারের পক্ষে এনটিভি সাংবাদিক

এনটিভি সাংবাদিক সফিক শাহীনের বানানো মিথ্যা রিপোর্টের ৫ম পর্বে খাগড়াছড়ি জেলার দিঘীনালায় খলিল হাওলাদার নামক এক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়, যেখানে খলিল হাওলাদার বলে, ঢাকাস্থ রাজারবাগ দরবার নাকি জমি নিয়ে গেছে। ভিডিওতে দেখানো হয় ঐ জমির এক অংশে পুকুর করা হয়েছে, অন্য অংশে টিনের একটি ঘর তুলে মাদ্রাসার সাইনবোর্ড ঝুলানো হয়েছে। ভিডিও’র উপস্থাপন ছিলো এমন যে, এই কাজগুলো করে ঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফ মস্ত অপরাধ করে ফেলেছে।
[তথ্যসূত্র: https://youtu.be/1y1CiJtYEfI?t=341]

তবে ভিডিওতে একটি কথা স্পষ্ট প্রকাশ পেয়েছে, ঐ জমির মালিকের নাম আবুল হোসেন লিডার (এনটিভি তার সাক্ষাৎকার নেয়নি) এবং জমির ক্রেতা ঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফের মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসা।
তাহলে কথা হচ্ছে, খলিল হাওলাদার নামক যে ব্যক্তির সাক্ষাৎকার নেয়া হলো,
সে মালিকও না আবার ক্রেতাও না।
তাহলে সে কে ?
আসলে সাক্ষাৎকার দেয়া ব্যক্তি ছিলো জমির দখলদার।
সে এতদিন আবুল হোসেন লিডার নামক ব্যক্তির জমি অবৈধ দখল করে আসছিলো।
আবুল হোসেন লিডার ঐ দখলকারকে উচ্ছেদ করে জমিটা মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসার কাছে বিক্রি করে। এই উচ্ছেদ করা নিয়ে জমির পূর্বের মালিক আবুল হোসেন ও দখলদার খলিল হাওলাদারের সাথে বহুদিন ধরে একাধিক মামলা মোকাদ্দমা হয়, যা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার।

কথা হচ্ছে, মাদ্রাসার জন্য একটা জমি ক্রয় করে কি রাজারবাগ দরবার শরীফ মস্ত অপরাধ করে ফেললো ?
আর এনটিভি সাংবাদিক অবৈধ দখলদারের সাক্ষাৎকার নিয়ে ক্রেতাকে অপরাধী বানিয়ে দিলো।
কিন্তু জমির ক্রেতা বা বিক্রেতা কারো সাক্ষাৎকার নিতে পারলো না !
আশ্চর্য !!

মুহম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসা উক্ত জমির বৈধ মালিক এবং সরকারকে নিয়মিত জমির খাজনা প্রদান করে, তার দলিল হিসেবে খাজনার কাগজ পোস্টের ছবিতে সংযুক্ত করা হলো।

0 Comments: