যবীহুল্লাহিল আকবর
হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি মুবারক মকবুলান,
হন আবু হাবীবী মহা গৌরবী জিন্দেগী সুমহান।
তিনি তো দীপ্ত স্মরণীয় ওই বরণীয় তাওয়ারীখ,
তিনি তো হাসিন বেমিছাল হাল জান্নাতী আখলিক।
যবীহুল্লাহিল আকবর তিনি জাহানে উচ্চে শির,
দ্বীনে হানীফের শাহান শাহ নূর ইছলাহী তাছবীর।
একশত উট হলো কুরবানী উনার বদৌলতে,
জগতী বক্ষে বিরলী লক্ষ্যে লিখা রহে ওয়াকিয়াতে।
পিতার পরম প্রিয় সন্তান খোদ খাজা আনওয়ার,
উনার মুবারক কপালে বিরাজ মাখলুকী সরওয়ার।
কত যে ঘটনা ঘটিছে উনার জিন্দেগী সংসারে,
কত নছীহত কত ইবরত চমকিছে দ্বীনদারে।
আল কালামী মৌসুমী নূর পাক খাজা তকদীরে,
খোদ খোদায়ী খবরে খুলুক কায়িনাতে উদগারে।
সেই নূরী খাজা হয়ে শানদার জাহানে জাহাঙ্গীর,
উনার সকাশে গুণীজন এসে পেয়ে যান স্বস্থির।
সেই সুমহান নূরী ভাগ্যবান মহামতী মেহমান,
দোসরা মুহররম বিছাল গ্রহেন দীদারীতে সুবহান।
মারহাবা ইয়া মারহাবা ইয়া আবু সাইয়্যিদুল মুরসালীন,
ছলাত ও সালাম জানাই কেবল অনন্তকাল মুসলিমীন।
-আল্লামা বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জলুর রহমান।

0 Comments:
Post a Comment