সকল অনৈসলামিক কাজের বিরুদ্ধে জিহাদ করার জন্যই মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার আগমন

সকল অনৈসলামিক কাজের বিরুদ্ধে জিহাদ করার জন্যই মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার আগমন

 বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের সব দেশে মুসলমানগণ সুমহান আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। মুসলমানগণ পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের আমল বাদ দিয়ে আল্লাহদ্রোহী ও রসূলদ্রোহী’র কাজে নিমজ্জিত হচ্ছে। পবিত্র দ্বীন ইসলাম উনার পরিবর্তে গণতন্ত্র করছে, ছবি তুলছে, লংমার্চ করছে, কুশপুত্তলিকা তৈরি করে দাহ করছে, হরতাল ও অনশন বা হাঙ্গার স্ট্রাইক করছে, বেপর্দা হচ্ছে, খেলাধুলা করছে। পথভ্রষ্ট এবং লক্ষ্যবিচ্যুত মানুষের অনুভব ও অনুসরণকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নত উনার বিধানে মহান আল্লাহমুখী করে দেবার জন্য এমন ব্যক্তিত্ব পৃথিবীতে সব সময়ই মজুদ থাকেন। এ মহান দায়িত্বের আঞ্জাম দেয়ার জন্য পৃথিবীতে প্রতি শতাব্দীতেই মুজাদ্দিদ বা সংস্কার উনার আবির্ভাব ঘটে। পৃথিবীর এসব অনৈসলামিক কাজের বিরুদ্ধে জিহাদ করার জন্য মুসলমানগণের জন্য অশেষ নিয়ামতস্বরূপ, সুন্নত জিন্দাকারী, সকল বাতিল মতবাদের মূলোৎপাটনকারী এবং বর্তমান হিজরী শতাব্দীর মহান মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হয়েছেন যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদুর রসূল, সাইয়্যিদুনা ইমাম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি।


0 Comments: