মহান মুজাদ্দিদ ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বিরোধিতাকারীদের জন্য ধ্বংস অনিবার্য


মহান মুজাদ্দিদ ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বিরোধিতাকারীদের জন্য ধ্বংস অনিবার্য

 সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পৃথিবীতে তাশরীফ নেয়ার সাথে সাথে শত্রুতা পোষণ করে ছিল সে যুগের ইহুদী-নাছারা কাফির মুশরিকরা। তারা হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনাকে শহীদ করার দুরভিসন্ধিসহ পৃথিবীর সমস্ত কূটকৌশল অবলম্বন করেছিল উনার বিরুদ্ধে। এক সময় তাদের সমস্ত কূটকৌশল ব্যর্থ হয় এবং তারা দুনিয়াতেই কঠিন আযাব-গযবে পড়ে জিহাদের ময়দানে মুসলমানদের তরবারির আঘাতে ধ্বংস হয়ে যায়। কেউবা আযাব-গযবে, পচে গলে বিকলাঙ্গ হয়ে চির অধিবাসী হয় ভয়ানক শাস্তির কেন্দ্রস্থল জাহান্নামে।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে বিরোধিতা করার জন্য আবু জাহিল, আবু লাহাব, ওতবা, শায়বা, মুগীরা প্রমুখের যে অবস্থা হয়েছিল; তদ্রুপ মহান আল্লাহ পাক উনার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সাথে বিরোধিতাকারীদেরও আবু জাহিল, আবু লাহাব, ওতবা, শায়বা, মুগীরার মতো অবস্থা হবে। অর্থাৎ উনার সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, উনার বিরোধিতা করে, উনার শান মান-এর উপর অবৈধ হস্তক্ষেপ করে, করার চেষ্টা করে তাহলে সেও নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। তার ধ্বংস অবধারিত। পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি আমার ওলীআল্লাহ উনাদের সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি।” অতএব, যার বিরুদ্ধে মহান আল্লাহ পাক তিনি জিহাদ ঘোষণা করেন তার বাঁচন নাই, ধ্বংস অবধারিত।

তাই যারা ঢাকা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বিরোধিতা করে তাদের ক্ষণকাল বিলম্ব না করে অচিরেই তওবা করা উচিত। নচেৎ তাদের অবস্থাও আবু জাহিল, আবু লাহাব, ওতবা, শায়বা, মুগীরার মতোই হবে। অতএব, সাবধান!


0 Comments: