১ নং- সুওয়াল : হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি কোন পীর সাহেবের নিকট বায়াত ছিলেন?



সুওয়াল : হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি কোন পীর সাহেবের নিকট বায়াত ছিলেন? তাহার পীর সাহেবের নাম কি জানিতে বাসনা রাখি।

জাওয়াব : হ্যাঁ, হযরত ইমাম আজম আবূ হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি দুই জন পীর সাহেবের নিকট বায়াত ছিলেন। তিনি প্রথমে হযরত ইমাম বাকের রহমতুল্লাহি আলাইহি উনার কাছে বায়াত হন। হযরত ইমাম বাকের রহমতুল্লাহি আলাইহি উনা ইন্তেকালের পর উনার ছেলে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি উনার নিকট বায়াত হন। হযরত ইমাম আযম আবূ হানিফা রহমতুল্লাহি উনার পীর সাহেব সম্পর্কে ‘এছনা আশারিয়া’ ও ‘সাইফ’ল মোকাল্লেদীন’ কিতাবে উলে।লখ করা হয়েছে। এবং ইমাম আজম আবূ হানিফা রহমতুল্লাহি উনার সিলসিরা সম্পর্কে ‘দোররোল মোক্তার’ কিতাবে উল্লেখ করা হয়েছে।

আ/বা-০৩

0 Comments: