৫ নং- সুওয়াল : কবরস্থানের উপর মসজিদ তৈয়ার করা যায় কিনা? যদি যায় তবে কোন শর্তে, তা জানিতে ইচ্ছুক।


সুওয়াল : কবরস্থানের উপর মসজিদ তৈয়ার করা যায় কিনা? যদি যায় তবে কোন শর্তে, তা জানিতে ইচ্ছুক।
জাওয়াব : সাধারণত: কবরস্থানের উপর মসজিদ তৈয়ার যায়েয নাই। তবে যদি কোন কারণ বশত: কবর স্থানের উপর মসজিদ তৈয়ার করিতেই হয়, তা হলে সেই কবরস্থান চল্লিশ, পঞ্চাশ কিম্বা ষাট বৎসরের পুরানা কবরস্থান হতে হবে। অর্থাৎ যে সমস্ত কবরস্থানে ৪০/৫০/৬০ বৎসর যাবৎ কোন মুর্দাকে দাফন করা হয় নাই। দ্বিতীয়শর্ত হল কবরস্থানের যেই জায়গায় মসজিদ করা হবে সেই জায়গাটুকু কোদাল দিয়ে ভাল ভাবে খুঁড়ে ফেলতে হবে। খুঁড়ার পর যদি লাশ, হাড়, খুলি ইত্যাদি পাওয়া যায় তবে সেগুলি অন্য কবরস্থানে দাফন করতে হবে। অতঃপর মসজিদ করা যায়েজ হবে। উল্লেখ যে, কবরস্থানের জায়গাটুকু যদি কবরস্থানের জন্যই ওয়াকফ করা হয়ে থাকে, তা হলে এ স্থানে কোন অবস্থাতেই মসজিদ তৈয়ার করা যায়েয হবে না।
আবা-৩

0 Comments: