২৮ নং- সুওয়াল : মৃত ব্যক্তির গোছল করানোর পূর্বে তার নিকটে পবিত্র কুরআন শরীফ পড়া জায়িয আছে কিনা?


সুওয়াল : মৃত ব্যক্তির গোছল করানোর পূর্বে তার নিকটে পবিত্র কুরআন শরীফ পড়া জায়িয আছে কিনা?
জাওয়াব : মৃত ব্যক্তিকে গোছল করানোর পূর্বে তার নিকট পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা জায়িয নেই। যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করতে চায় তাহলে, লাশ যে ঘরে বা যে রুমে রাখা হয়েছে তার নিকটবর্তী অন্য কোনো রূমে তিলাওয়াত করতে পারবে। অথবা লাশ যদি এমন কোন রূমে রাখা হয় তা যদি অনেক বড় হয়, তবে রুমের এক পাশে লাশ রাখবে এবং অন্য পশে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতে পারবে। আর লাশ গোছল করানোর পর নিকটবর্তী বা দূরবর্তী যে কোন স্থানে পবিত্র কুরআন শরীফ তিলায়াত জায়েয আছে।
 আবা-৪

0 Comments: