২০ নং- সুওয়াল : পাগড়ী পরিধান করে নামায পড়লে কতটুকু সওয়াব পাওয়া যাবে?


সুওয়াল : পাগড়ী পরিধান করে নামায পড়লে কতটুকু সওয়াব পাওয়া যাবে? ইমাম সাহেব পাগড়ী পরিধান করলে মুক্তাদিগণ সত্তর গুণ সওয়াব পায়। যদি মুক্তাদিগণও পাগড়ীসহ নামায পড়েন তবে সওয়াব আরো সত্তর গুণ বেশি হবে কিনা?
জাওয়াব : মেসকাত শরীফ-এর শরাহ মেরকাত শরীফ-এ হযরত মোল্লা আলী ক্বারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করেছেন যাহাতে বর্ণনা করা হয়েছে যে, পাগড়ী ব্যতীত নামায পড়লে যতটুকু সওয়াব পাওয়া যাবে পাগড়ী পরিমাধন করিয়া নামায পড়লে তার চেয়ে সত্তরগুন বেশি সওয়াব পাওয়া যাবে। ......... হ্যাঁ, মুক্তাদীগণও যদি পাগড়ীসহ নামায পড়ে তবে যতজন মুক্তাদী পাগড়ীসহ নামায পড়বে ততহ সত্তরগুন বেশি সওয়াব হবে।   আবা-৩

0 Comments: