৩৪ নং- সুওয়াল :কোন্ কোন্ ব্যক্তিকে সালাম দেয়া বৈধ এবং কোন্ কোন্ ব্যক্তিকে সালাম দেয়া অবৈধ ।


 
সুওয়াল : পবিত্র ইসলাম উনার দৃষ্টিতে কোন্ কোন্ ব্যক্তিকে সালাম দেয়া বৈধ এবং কোন্ কোন্ ব্যক্তিকে সালাম দেয়া অবৈধ বা দেয়া যাবে না, জানতে বাসনা রাখি।
জাওয়াব : পবিত্র ইসলাম উনার দৃষ্টিতে মুলমান ব্যতীত কোনো বিধর্মীকে সালাম দেয়া জায়িয নয়। আর মুসলমানদের মধ্যেও যার ফাসিক তাদেরকে সালাম দেয়া কারও মতে মাকরূপ, কারও মতে হারাম। (ফতওয়ায়ে শামী)
হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি কোনো ফাসিককে হিদায়েতের উদ্দেশ্যে সালাম দেয়, তবে সেটা জায়িয। যদি ফাসিক উস্তাদ হয়, তবেও উস্তাদের সম্মানে জন্য সালাম দেয়া জায়িয। আর যদি মুসলমান ও কাফির মিশ্রিত অবস্থায় থাকে তাহলে সালামের সময় বলতে হবে আসসালামু আলা মানিত্তাবাআল হুদা।অর্থাৎ ঐ ব্যক্তির উপর সালাম যিনি হিদায়েতের উপর রয়েছেন।

আবা-৫

0 Comments: