৩৩১ নং- সুওয়াল - কেউ যদি চার রাকায়াত নামায পূর্ণ করে অর্থাৎ আত্তাহিয়্যাতু পাঠ করার পর সালাম না ফিরায়ে ভুলে দাঁড়িয়ে যায়, তবে তার কি হুকুম?


সুওয়াল - কেউ যদি চার রাকায়াত নামায পূর্ণ করে অর্থাৎ আত্তাহিয়্যাতু পাঠ করার পর সালাম না ফিরায়ে ভুলে দাঁড়িয়ে যায়, তবে তার কি হুকুম?
জাওয়াব - শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর সালাম ফিরানোর পূর্বে ভুলে যদি দাঁড়িয়ে যায়, আর পঞ্চম রাকায়াতে সিজ্দাহ্ করার পূর্বে স্মরণ হয়, তবে তৎক্ষণাৎ বসে আত্তাহিয়্যাতু না পড়ে একদিকে সালাম ফিরায়ে সিজ্দায়ে সাহু করবে, অতঃপর যথারীতি নামায শেষ করবে। আর যদি পঞ্চম রাকায়াতে সিজ্দা করার পর স্মরণ হয়, তাহলে আরো এক রাকায়াত পড়ে ৬ষ্ঠ রাকায়াত পূর্ণ করে সিজ্দায়ে সাহু দিয়ে নামায শেষ করবে। এতে চার রাকায়াত ফরজ এবং দুরাকায়াত নফল আদায় হবে। আর যদি পঞ্চম রাকায়তেই সিজ্দায়ে সাহু দিয়ে নামায শেষ করে ফেলে, তাহলে চার রাকায়াত ফরজ আদায় হবে এবং এক রাকায়াত বাতিল বলে গন্য হবে কিন্তু এটা করা ঠিক হবেনা।
আবা-২২

0 Comments: