৩২২ নং- সুওয়াল - হায়েয, নেফাস ও ইস্তেহাজার সময় নামায, রোজার হুকুম কি?


সুওয়াল - হায়েয, নেফাস ও ইস্তেহাজার সময় নামায, রোজার হুকুম কি?
জাওয়াব - হায়েয ও নেফাসের সময় নামাযও পড়তে হবে না এবং রোজাও রাখতে হবে না। তবে সুস্থ হওয়ার পর নামাযের কাজ্বা আদায় করতে হবেনা কিন্তু ফরজ রোজার কাজ্বা আদায় করতে হবে। আর ইস্তেহাজার সময় নামায, রোজা উভয়ই করতে হবে। (গায়াতুল আওতার) 
আবা-২২

0 Comments: