১০০ টি চমৎকার ঘটনা কিতাব খানার -কিছু কথা


কিছু কথা-

নিঃসন্দেহে পূর্ববর্তীদের জীবনীতিহাস পরবর্তীদের জন্য অমূল্য সম্পদ। তাদের ধ্বংস অথবা অর্জন সবকিছুর মধ্যেই রয়েছে আমাদের জন্য শিক্ষা ও জীবনে পথ চলার পাথেয়। তাই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি মানব ইতিহাসের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার নির্যাসটুকু আমাদের শিক্ষার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে বর্ণনা করেন। ঠিক তারই ধারাবাহিকতায় দেখা যায় সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উনার নছীহত মুবারকের মধ্যে ওলী-আউলিয়াগণ ও সাধারণ বান্দাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আমাদের শিক্ষার জন্য বর্ণনা করে থাকেন। সেখান থেকেই সংগৃহীত চমৎকার শিক্ষনীয় ১০০টি ঘটনা নিয়ে সংকলিত এই বইখানি ।

পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে ইবরত-নছীহত, আদেশ-নিষেধ সব আলোচনাই রয়েছে। কিন্তু সে সমস্ত আলোচনার গুরুগাম্ভীর্যতা ও হাক্বীকত উপলব্ধি করা সাধারণের জন্য এতটা সহজ নয়। তাই ওলী-আউলিয়াগণ এসমস্ত সহজ ঘটনা বর্ণনার মাধ্যমে সাধারণের অন্তরে ঈমানী চেতনা ও আত্মিক উপলব্ধি তৈরি করতে সাহায্য করেন, যা একজন মানুষের প্রতি উনাদের তরফ থেকে চরম পর্যায়ের দয়া বা ইহসান বলতে হয়।

এজন্য মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে উনার এবং উনার রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও আউলিয়া-ই-কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের সকলের মুহাব্বতকারী ও শোকরগুজার বান্দা-বান্দী হওয়ার তাওফীক দান করেন। আমীন।




0 Comments: