১০০টি চমৎকার ঘটনা - পর্ব-১৭ (হযরত সায়মা সা'দিয়া বিনতে হারিস আলাইহাস সালাম)


হযরত সায়মা সা'দিয়া বিনতে হারিস আলাইহাস সালাম- পর্ব-১৭

তিনি হযরত সায়মা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা নামে বেশি পরিচিতা ছিলেন। তিনি ছিলেন হারিস ইবনে আবদুল উযযা ইবনে রিফা’আর কন্যা এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুধবোন। পবিত্র দ্বীন ইসলাম উনার বোল-বালা প্রসারের লক্ষ্যে একদল মুজাহিদ বনু হাওয়াযিন গোত্রে অভিযান চালান। এর ফলে গনীমতের মাল ও অন্যান্যদের সাথে হযরত সায়মা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনিও মুসলমানগণের অধীনে আসেন। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে আনা হলে তিনি বলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার দুধবোন। এর প্রমাণ হিসেবে কিছু আলামত উল্লেখ করলে তা দেখে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চোখ মুবারক অশ্রুসিক্ত হয়ে পড়ে। তিনি চাদর মুবারক বিছিয়ে উনাকে বসতে দেন। এরপর তিনি উনাকে বললেন যে, আপনি আমার কাছে থাকতে চাইলে ইজ্জত-সম্মানের সাথে রাখা হবে, আর আপন কবীলায় ফিরে যেতে চাইলে সেখানেও সসম্মানে পৌঁছে দেয়া হবে। সায়মা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা আপন কবীলায় ফিরে যাওয়া পছন্দ করেন এবং তখনই দ্বীন ইসলাম গ্রহণ করেন। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে তিনটি গোলাম-বাঁদী, কিছু অর্থ এবং বকরী উপহার দেন।

মুহাম্মদ ইবনে মুআল্লা ‘তারকীছ' গ্রন্থে উল্লেখ করেছেন যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন খুব ছোট ছিলেন তখন উনার সম্মানিতা দুধবোন উনাকে খাবার খাইয়ে দিতেন আর তখন তিনি এই কবিতাটি আবৃত্তি করতেন,

يا ربنا ابق لنا محمدا- حتى أراه يافعا وأمردا

অর্থঃ “হে রব! আমাদের জন্য মুহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বাঁচিয়ে রাখুন। এমনকি আমরা যেন উনাকে জওয়ান দেখি।”

ثم أراه سيدا موددا- واكبت اعاديه معا الحسدا واعطه ماذا يدوم ابدا

অর্থঃ “এরপর আমরা যেন উনাকে একজন সম্মানিত সাইয়্যিদ হিসেবে দেখি, যখন উনার প্রতি শত্রুতা পোষণকারী দুশমনরা হবে উনার অনুগত। উনাকে স্থায়ী ইজ্জত দান করুন।”

কতই না সুন্দর, উত্তম আরজি ছিল! যা মহান আল্লাহ পাক উনার দরবারে অক্ষরে অক্ষরে কবুল হয়েছে।

0 Comments: