৭৪০ নং- সুওয়াল : কেউ যদি রমজান মাসে কোন রোজা না রাখে, তাহলে তার কয়টি কাফ্ফারা আদায় করতে হবে?

 


সুওয়াল : কেউ যদি রমজান মাসে কোন রোজা না রাখে, তাহলে তার কয়টি কাফ্ফারা আদায় করতে হবে?

জাওয়াব : কাফফারা ওয়াজিব হওয়ার শর্ত হলো- নিয়ত করে, রোজা রেখে শরীয়ত সম্মত কারণ ব্যতীত ইচ্ছাপূর্বক রোজা ভঙ্গ করা।

যদি কেউ রমজান মাসে নিয়ত করে রোজা রেখে শরীয়তসম্মত কারণ ছাড়াই ইচ্ছাপূর্বক কোন রোজা ভঙ্গ করে, তবে তার উপর কাফ্ফারা ওয়াজিব হবে। এক রমজানে যতগুলি রোজাই ভঙ্গ করুক, তার উপর একটি কাফফারাই ওয়াজিব হবে। কাফফারা আদায়ের সাথে সাথে যতগুলি রোজা ভঙ্গ করেছে, ততগুলির কাযাও আদায় করতে হবে।

আর যদি কেউ সারা মাসেই রোজা না রাখে, তার জন্য কাফফারা ওয়াজিব হবেনা। শুধু কাযা আদায় করলেই চলবে। তবে রমজান মাসে রোজা না রাখার দরুন সে কবীরা গুণাহে গুণাহ্গার হবে। (সমূহ ফিক্বাহ কিতাব)

আবা-৪১

0 Comments: