৭৫৩ নং- সুওয়াল : মাসিক মদীনা জানুয়ারী/৯৭ঈঃ সংখ্যায় নিম্নোক্ত প্রশ্নোত্তর ছাপানো হয়। প্রশ্ন : রমযানে রোযা রেখে মুখে গুল রাখা এবং গুল দিয়ে দাঁত মাজলে রোযার কোন ক্ষতি হবে কিনা?

 


সুওয়াল : মাসিক মদীনা জানুয়ারী/৯৭ঈঃ সংখ্যায় নিম্নোক্ত প্রশ্নোত্তর ছাপানো হয়।

প্রশ্ন : রমযানে রোযা রেখে মুখে গুল রাখা এবং গুল দিয়ে দাঁত মাজলে রোযার কোন ক্ষতি হবে কিনা?

উত্তর : মুখে গুল রাখলে রোযা মাকরূহ হয়ে যাবে। যদি সামান্য অংশও কক্তনালীতে চলে যায় তবে রোযা নষ্ট হয়ে যাবে। শুধু গুল দ্বারা দাঁত মাজলে রোযার কোন ক্ষতি হবেনা।

এখন আমার সুওয়াল হলো সত্যিই কি গুল দ্বারা দাঁত মাজলে রোযার কোন ক্ষতি হবেনা? সঠিক উত্তর জানাবেন।

 জাওয়াব : মাসিক মদীনার উপরোক্ত উত্তরের শেষের অংশটি অশুদ্ধ ও ভুল হয়েছে। এর সঠিক জাওয়াব হলো- শুধু গুলই নয় বরং পেষ্ট, কয়লা পাউডার, ছাই ইত্যাদি যে কোন প্রকারের মাজন দ্বারা রোযা রেখে দাঁত মাজা মাকরূহ। উপরোল্লিখিত মাজন দ্বারা দাঁত মাজার সময় যদি সামান্য মাজনও গলার ভিতর প্রবেশ করে, তাহলে রোযা ভঙ্গ হয়ে যাবে এবং রোযা ক্বাযা করা ওয়াজিব হবে, কাফফারা আদায় করতে হবেনা।

উল্লেখ্য গুল এক প্রকার নেশা জাতীয় দ্রব্য, যা দ্বারা অনেকে নেশা করে থাকে। যদি নেশার জন্য কেহ গুল দ্বারা দাঁত মাজন করে, তাহলে তা সম্পূর্ণ-ই হারাম হবে। এছাড়াও গুল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। (বেহেস্তী জিওর)

আবা-৪২

0 Comments: