একজন কুতুবুজ্জামান- উনার দিদারে মাওলার দিকে প্রস্থান- সাইয়্যিদুনা হযরত দাদা হুযুর ক্বিবলা সাইয়্যিদ মুখলেছুর রহমান আলাইহিস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-১১৮

 


ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম-উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান-উনার দিদারে মাওলা উনার দিকে প্রস্থান-

আজমীর শরীফে চীশ্তিয়া তরীক্বার ইমাম, কুতুবুল আক্তাব, সুল্তানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ, হযরত খাজা সাইয়্যিদ মুঈনুদ্দীন হাসান চীশ্তি রহমতুল্লাহি আলাইহি-উনার সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন/অনুপম কারামত-উনার বহিঃপ্রকাশ

নুরে আওওয়াল, নূরে কায়িনাত, নূরে মুজাস্সাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মুবারক ঘটনা উনাকে জানান এবং যাত্রাবাড়ী থেকে রাজারবাগ শরীফ-এ এসে তাআনুপূর্বিক মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম এবং উনার বুযুর্গ পিতা রহমতুল্লাহি আলাইহিকে অবিলম্বে অবহিত করতে সদয় নির্দেশ দান করেননির্দেশমতে মুজাদ্দিদে আযম মুদ্দা জিল্লুহুলী-উনার মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি রাজারবাগ শরীফ এসে উনার প্রধানতম খলীফা আলাইহিস সালামকে মুবারক সংবাদ জানানমুবারক জীবদ্দশায় যাঁকে লক্ষ্য করে যাত্রাবাড়ীর পীর ছাহিব ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি অনেকবার উচ্চারণ করেছেন: æইন্তিকালের পর আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনাকে তো অনেক নিয়ামত দিয়েছিলাম

 কী নিয়ে এসেছেন আমার সন্তুষ্টির জন্য? তবে আল্লাহ পাককে সবিনয়ে আমি শুধুই জানাবো, আয় আল্লাহ পাক! আপনার খাছ লক্ষ্যস্থল এবং আপনার প্রিয়তম হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার ক্বায়িম মক্বাম, আমার প্রধানতম খলীফা, আমার কলিজার টুকরা, মুজাদ্দিদে আযম আলাইহিস সালামকে যমীনে রেখে এসেছি” (সুবহানাল্লাহ) নির্দেশমতে বর্ণিত মুবারক সংবাদ তিনি মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম-উনার বুযুর্গ পিতা ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালামকেও অবহিত করেন

সরকারে দোআলম, ছাহিবুল ওহী ওয়াল কুরআন, রহমতুল্লিল আলামীন, উসওয়ায়ে হাসানাহ, আকরামুল আওওয়ালীন ওয়াল আখিরীন, ছাহিবে মীছাক্ব, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সদয় নির্দেশে নায়িবে রসুল ফিল হিন্দ, সুল্ত্বানুল আরিফীন, ইমামুশ্ শরীয়ত ওয়াত্ তরীক্বত, দলীলুল আরিফীন, মঈনুল মিল্লাত ওয়াদ্ দ্বীন, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ, আওলাদে রসুল, হযরত খাজা সাইয়্যিদ মুঈনুদ্দীন হাসান চীশতি রহমতুল্লাহি আলাইহি পরম মমতা  ও বিনম্র আগ্রহে আওলাদে রসুল, মুজাদ্দিদে আযমকে দেয়ার জন্য যে পাগড়ী মুবারক ওলীয়ে মাদারজাদ, আফ্যালুল ইবাদ, ফখ্রুল আওলিয়া, লিসানুল হক্ব, ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান  আলাইহিস সালামকে হাদিয়া দেন, প্রকৃত পক্ষে তা উল্লিখিত মুবারক মূল ঘটনারই ধারাবাহিকতা

এ হাদিয়ার মাধ্যমে বিগত, আগত ও অনাগত সকল আওলিয়া কিরামগন এবং বিশ্ববাসীকে জানিয়ে দেয়া যে, ওলীয়ে মাদারজাদ, আওলাদে রসূল, হযরত ইমাম সাইয়্যিদ মুহম্মদ দিল্লুর রহমান আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাইশী (আলাইহিস সালাম, মুর্শিদ ক্বিবলা, রাজারবাগ শরীফ, ঢাকা পঞ্চদশ হিজরীতে আল্লাহ পাক এবং উনার প্রিয়তম হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার খাছ্ লক্ষ্যস্থল, মনোনীত ওলী, মনোনীত মুজাদ্দিদে আযম আলাইহিস সালামতিনি ওলীগণের ওলীতিনি ইমামগণের ইমামআল্লাহ পাক এবং উনার প্রিয়তম হাবীব, মাশুকে মাওলা, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার পরিপূর্ণ সন্তুষ্টি হাছিলের লক্ষ্যে ইল্মে জাহির ও ইল্মে বাতিনের ক্ষেত্রে সকলেই উনার আজ্ঞাবহতিনি ইমামুল হুদাবেমেছাল রোব ও অপ্রতিরোধ্য তাজদীদে উলামায়ে ছূ (দুনিয়াদার আলিম), বাতিলপন্থী এবং কাফির মুশরিকদের অন্তরে তিনি প্রলয় ও কম্পন সৃষ্টিকারী

রফিকু ছাহিবুল কুদ্রত, নবীয়ে আক্বদাছ, ছাহিবু লাওলাক, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সদয় নির্দেশ পেয়ে সকল ওলীআল্লাহগণ (রহমতুল্লাহি আলাইহিম) আল্লাহ পাক এবং উনার প্রিয়তম হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক খাছ্ভাবে মনোনীত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম-উনার প্রতি রুজু হয়েছেন, উনাকে মুবারকবাদ জানিয়েছেনকারণ, তিনি খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফখ্রুল আওলিয়া ইমামুল আইম্মাহ, ইমামুছ্ ছিদ্দীক্বীন, ছাহিবু সুলতানিন নাছীর, জামিউল আলক্বাব, হুজ্জাতুল ইসলাম আল জব্বারিউল আউয়াল, আল ক্ববিয়্যুল আউয়াল, সাইয়্যিদু উলিল্ আমর, মুজাদ্দিদে আযম, ক্বায়িম মক্বামে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামতিনি রউফুম্ বিল মুমিনীন, জাওয়ামিউল কালিমী, রহমতুল্লিল আলামীন, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার প্রিয়তম আওলাদ  (চলবে)

আবা-১৭৮


0 Comments: