দেওবন্দের কাছে নুরের দলীল

Related imageদেওবন্দের কাছে নুরের দলীল
১. দেওবন্দের মালানা আশরাফ আলী থানভী সুকরুন নিমাহ কিতাবের ৩৯ পৃষ্ঠায় উল্লেখ করেন ,
ﻳﻪ ﺑﺎﺕ ﻣﺜﻬﻮﺭ ﮬﮯ ﻛﻪ ﮬﻤﺎﺭﮮ ﺣﻀﺮﺕ ﺻﻠﻲ ﻋﻠﻴﻪ ﻭ
ﺳﻠﻢ ﻛﮯ ﺳﺎﯾﻪ ﻧﻬﻴﯽ ﺗﻬﺎ ) ﺍﺳﻞﺀﮮ ﻛﻪ ( ﻫﻤﺎﺭﮮ
ﺣﻀﺮﺕ ﺻﻠﻲ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﺻﺮﺗﺎﭘﺎ ﻧﻮﺭ ﻫﻲ ﻧﻮﺭ ﺗﮩﮯ
হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেহ মোবারকের ছায়া চন্দ্র সূর্যের মধ্যে পড়তো না কেননা নবীজির আপাদমস্তক ছিল নূর |
২. থানভীর নসরুত তীব এর ৫ পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেছে। ,
ﻳﺎ ﺟﺎﺑﺮ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻲ ﻗﺪ ﺧﻠﻖ ﻗﺒﻞ ﺍﻻﺷﻴﺎﺀ ﻧﻮﺭ
ﻧﺒﻴﻚ
হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন , হে জাবের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আল্লাহ সর্ব প্রথম আপনার নবী হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর মোবারক সৃষ্ঠি করেছেন |
৩.এই কিতাবের ৬ পৃষ্ঠায় সে আরো উল্লেখ করে। ,
ﻛﻨﺖ ﻧﻮﺭﺍ ﺑﻴﻦ ﻳﺪﻱ ﺭﺑﻲ ﻗﺒﻞ ﺧﻠﻖ ﺍﺩﻡ ﺑﺎﺭﺑﻌﺔ ﻏﺸﺮ
ﺍﻟﻒ ﻋﺎﻡ
হুজুর পাক সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন , আদম ( আলাইহি ওয়াসাল্লাম ) কে সৃষ্ঠির ১৪০০০
বছর পূর্বে আমি আমার রবের নিকট নূর হিসেবে ছিলাম |
৪. দেওবন্দের অারেক জন মালানা হুসাইন আহমদ মাদানী " শিহাবুস ছাকিব "কিতাবের ৫০ পৃষ্ঠায় উল্লেখ করে,
ﻏﺮﺿﻴﻜﻪ ﺣﻘﻴﻘﺖ ﻣﺤﻤﺪﻳﻪ ﻋﻠﻴﻪ ﺍﻟﺼﻠﻮﺓ ﻭﺍﻟﺴﻼ ﻭ
ﺍﻟﺘﺤﻴﺘﻪ ﻭﺍﺳﻄﻪ ﺟﻤﻠﻪ ﻛﻤﺎﺍﻻ ﻋﺎﻟﻢ ﻭ ﻋﺎﻟﻤﺎﯼ ﮨﯽ ﻳﻪ
ﻫﻲ ﻣﻌﻨﻲ ﻟﻮﺍﻻﻙ ﻟﻤﺎ ﺧﻠﻘﺖ ﺍﻻﻓﺎﻻﻙ ﺍﻭﺭ ﺍﻭﻝ ﻣﺎ
ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭﻱ ﺍﻭﺭ ﺍﻥ ﻧﺒﻲ ﺍﻻﻧﺒﻴﺎ ﮐﮯ ﮨﯿﯽ
সমস্থ আলম নূরে মোহাম্মদী হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে সৃষ্ঠ | যদি আপনি নবী সৃষ্ঠি না হতেন
তাহলে এই আসমান জমিন কিছুই সৃষ্ঠি করতাম না | মহান আল্লাহ পাক সর্ব প্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেন এবং আমিই নবীদের নবী এই সকলহাদিস থেকে এটাই বুঝানো হয়েছে |
৫. দেওবন্দের আরেক মালানা রশিদ আহমদ গাঙ্গুহী কিতাব এম্দাদুস সুলুকের ৮৬ পৃষ্ঠায় উল্লেখ
করে ,
ﺑﺘﻮﺍﺗﺮ ﺛﺎﺑﺖ ﺛﺪ ﻛﻪ ﺍﻧﺤﻀﺮﺕ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ ﻭ ﺳﺴﻠﻢ ﺳﺎﻳﻪ ﻧﺪ ﺍﺛﺘﻨﺪ – ﻭﻇﺎﻫﺮ ﺍﺳﺖ ﻛﻪ
ﺑﺠﺰ ﻧﻮﺭ ﻫﻤﻪ ﺍﺟﺴﺎﻡ ﻇﻞ ﻣﻲ ﺩﺍﺭﻧﺪ
হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেহ মোবারকের কোনো ছায়া ছিল না | কেননা একমাত্র নূরের দেহ ছাড়া অন্য দেহের ছায়া থাকে |
৬. দেওবন্দের অারেক জন মালান আজিজুল হক অনুবাদ কৃত বুখারী শরীফ ৫/৩ তে হযরত জাবিরের হাদিস বননা করে প্রমান করে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুরের সৃষ্টি।
৭. হাফেজ আবদুল হক দেওবন্দী "বিশ্বনবীর মিলাদের হকুম” ৩২ পৃষ্টাতে- কিতাবে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টি সর্ম্পকিত হাদিস“অামি প্রথম সৃষ্টি এবং নুর থেকে বর্ননা দিয়ে রাসুল নুরের সৃষ্টি প্রমান করে।
৮. শায়েখ মুফতি শফি তার মারেফুল কুরঅান এ লিখে ‘সৃষ্ট জগতের মাঝে সর্বপ্রথম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর সৃষ্টি করা হয়েছে’… এক হাদীছে বলা হয়েছে, আল্লাহ তা‘আলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন’ (পৃঃ ৪২৮)। মুফতি শফী এর, মারেফুল কোরআন।
———–
৯. “দারুল উলুম দেওবন্দ” এর ফতুয়া
রাসুল সাল্লাল্লাহু অালাইহি ওয়াসাল্লাম নুর"
জগত বিক্ষাত ইলমের মারকাজ ভারতের দারুল উলুম দেওবন্দ।
আশরাফ আলি থানভি কিতাব থেকেই তাদের ওয়েবসাইটে ফতোয়া বিভাগে দলীল দেওয়া হয়েছে–>
* Is the Prophet peace be upon him’s nur the first thing to be created? Also, was it created before Adam alayhis salam’s?

Answer: 3126 Jan 29,2008
(Fatwa: 903/876=D)
Malana Ashraf Ali Thanwi has mentioned a Hadith in his book
ﻧﺸﺮ ﺍﻟﻄﯿﺐ ﻓﯽ ﺫﮐﺮ ﺍﻟﻨﺒﯽ ﺍﻟﺤﺒﯿﺐ ﺻﻠﯽ ﺍﻟﻠﮧ ﻋﻠﯿﮧ
ﻭﺳﻠﻢ
with reference of Ahkam bin Al-Qattan that Hazrat Ali bin Al-Hussain (Zainul Abdeen) narrated from his father Hazrat Hussain ( ﺭﺿﯽ ﺍﻟﻠﮧ ﻋﻨﮧ ) and he narrated
from his father (Hazrat Ali ﺭﺿﯽ ﺍﻟﻠﮧ ﻋﻨﮧ ) that the Prophet ( ﺻﻠﯽ ﺍﻟﻠﮧ ﻋﻠﯿﮧ ﻭﺳﻠﻢ ) said: ?I was a noor (light) in front of my Lord some forty thousand years before the birth of Hazrat
Adam ( ﻋﻠﯿﮧ ﺍﻟﺴﻼﻡ )?. There are some more traditions which prove that the noor of the Prophet ( ﺻﻠﯽ ﺍﻟﻠﮧ ﻋﻠﯿﮧﻭﺳﻠﻢ ) was created in the earliest time, sometraditions say that his noor was created before the Tablet, the Pen, earth, sky and even before all creatures. Allah (Subhana Wa Ta’ala) knows Best
Darul Ifta,
Darul Uloom Deoband

লিংক
http://darulifta-deoband.org/showuserview.do…
★ আশরাফ আলি থানভী “নাশরুত্তিব” কিতাব এর ডাউনলোডের লিংক
http://www.mediafire.com/do…/om28ml1noyvhed4/Nashrut+Tib.pdf

0 Comments: