৩৮৫ নং- সুওয়াল - ক্বিরাত পাঠের সুন্নত তরীক্বা কি? অনেক মসজিদে দেখা যায়, ফজর নামাযে লম্বা ক্বিরাত পড়ে থাকে, এটার কারণ কি?

সুওয়াল - ক্বিরাত পাঠের সুন্নত তরীক্বা কি? অনেক মসজিদে দেখা যায়, ফজর নামাযে লম্বা ক্বিরাত পড়ে থাকে, এটার কারণ কি?

 জাওয়াব -  ক্বিরাত পাঠের সুন্নত তরীক্বা হচ্ছে- ফজর ও জোহর নামাযে তেওয়ালে মুফাচ্ছল অর্থাৎ সূরা হুজরাত হতে বুরুজ পর্যন্ত যে কোন একটি সূরা এক রাকায়াতে পাঠ করা। আসর ও এশার নামাজে আওছাতে মুফাচ্ছাল অর্থাৎ সূরা বুরুজ হতে লামইয়া কুনিল্লাজিনা পর্যন্ত যে কোন একটি সূরা এক রাকায়াতে পাঠ করা। আর মাগরীবে কেছারে মুফাচ্ছাল অর্থাৎ সূরা ইজা জুলজিলাত হতে সূরা নাস পর্যন্ত যে কোন একটি সূরা এক রাকায়াতে পাঠ করা।  উল্লেখ্য যে, উপরোক্ত সূরাসমূহ যদি উল্লেখিত নামাযে পাঠ না করে তার সমপরিমাণ যে কোন সূরা বা আয়াত শরীফ পাঠ করে, তাতেও সুন্নত আদায় হবে।  ফজর নামাযে যেহেতু তেওয়ালে মুফাচ্ছাল অর্থাৎ সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত পাঠ করা সুন্নত। যা সাধারণতঃ অন্যান্য নামাযে বর্ণিত সূরাগুলির থেকে দীর্ঘ, সেহেতু উক্ত সূরা বা তার সমপরিমাণ আয়াত শরীফ পড়ার দরুন ক্বিরাত লম্বা হয়ে থাকে। (জাওহারাতুন্নাইয়ারাহ্ ও ইত্যাদি ফিক্বাহ্র কিতাবসমূহ)
আবা-২৫

0 Comments: