৩৯৮ নং- সুওয়াল - যদি কেউ ভুলে বেতের নামাযের প্রথম কিম্বা দ্বিতীয় রাকায়াতে দোয়া কুনুত পড়ে ফেলে, তাহলে তাকে তৃতীয় রাকায়াতে দোয়া কুনুত পড়তে হবে কিনা?

সুওয়াল - যদি কেউ ভুলে বেতের নামাযের প্রথম কিম্বা দ্বিতীয় রাকায়াতে দোয়া কুনুত পড়ে ফেলে, তাহলে তাকে তৃতীয় রাকায়াতে দোয়া কুনুত পড়তে হবে কিনা? 

জাওয়াব - হ্যাঁ, তাকে তৃতীয় রাকায়াতে দোয়া কুনুত পড়তে হবে। কারণ তৃতীয় রাকায়াতে দোয়া কুনুত পড়া ওয়াজিব, আর প্রথম কিম্বা দ্বিতীয় রাকায়াতে ভুলে দোয়া কুনুত পড়ার কারণে সিজ্দায়ে সাহু দিয়ে তাকে নামায শেষ করতে হবে।
আবা-২৫

0 Comments: