৩৮২ নং- সুওয়াল - নামাযে দাঁড়ানো ও রুকু অবস্থায় পায়ের অঙ্গুলি কোনদিকে থাকবে এবং বসা ও সিজ্দা অবস্থায়হাত ও পা উভয়ের অঙ্গুলীসমূহ কোন দিকে থাকা সুন্নত?

সুওয়াল - নামাযে দাঁড়ানো ও রুকু অবস্থায় পায়ের অঙ্গুলি কোনদিকে থাকবে এবং বসা ও সিজ্দা অবস্থায়হাত ও পা উভয়ের অঙ্গুলীসমূহ কোন দিকে থাকা সুন্নত? 

জাওয়াব - দাঁড়ানো, রুকু, বসা ও সিজ্দা অবস্থায় পায়ের অঙ্গুলীসমূহ ক্বিবলামুখী রাখা সুন্নত। আর তাক্বীরে তাহ্রীমা, বসা ও সিজ্দা অবস্থায় হাতের অঙ্গুলিসমূহ ক্বিবলামুখী রাখা সুন্নত। যা হাদীছ শরীফে বর্ণিত রয়েছে। এর খেলাফ করা মাকরূহে তান্যীহী। (মারাকিউল ফালাহ্, কবিরী ইত্যাদি ফিক্বাহ্র কিতাব দ্রষ্টব্য)  
আবা-২৫

0 Comments: