৪০২ নং- সুওয়াল - ইমাম সাহেবের আখিরী বৈঠকে সালাম ফিরানোর পূর্বে মাসবুক (যে মুক্তাদির প্রথম দিকে এক বা একাধিক রাকায়াত নামায ফউত হয়ে গিয়েছে)-এর দাঁড়ানো জায়িয আছে কিনা?

সুওয়াল - ইমাম সাহেবের আখিরী বৈঠকে সালাম ফিরানোর পূর্বে মাসবুক (যে মুক্তাদির প্রথম দিকে এক বা একাধিক রাকায়াত নামায ফউত হয়ে গিয়েছে)-এর দাঁড়ানো জায়িয আছে কিনা?

 জাওয়াব - মাসয়ালা হলো, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরায়ে যখন বাম দিকে সালাম ফিরানো শুরু করবেন, তখন মাসবুক দাঁড়িয়ে তার বাকী নামায যথারীতি শেষ করবে। তবে যদি এমন অবস্থা হয় যে, মোজা মসেহ্কারীর মুদ্দত শেষ হয়ে যাওয়ার, মাজুর ব্যক্তির ওয়াক্ত ফউত হওয়ার, জুময়ার নামাযে আসরের ওয়াক্ত হওয়ার, ঈদের নামাজের সময় শেষ হয়ে যাওয়ার, ফজর নামাযের সূর্য উদিত হওয়ার এবং ওযু নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তবে ইমাম সাহেব সালাম ফিরানোর পূর্বে এবং তাশাহুদ পাঠ করার পর মাসবুক ব্যক্তি দাঁড়িয়ে অবশিষ্ট নামায যথারীতি শেষ করতে পারবে। (ফতওয়ায়ে আলমগীরী) 
আবা-২৫

0 Comments: