৩৯৯ নং- সুওয়াল - বেতের, সুন্নত ও নফল নামাযে প্রতি রাকায়াতে সূরা মিলানো ওয়াজিব কিনা? জানায়ে বাধিত করবেন।

সুওয়াল - বেতের, সুন্নত ও নফল নামাযে প্রতি রাকায়াতে সূরা মিলানো ওয়াজিব কিনা? জানায়ে বাধিত করবেন।

 জাওয়াব - হ্যাঁ, বেতের, সুন্নত ও নফল নামাযে প্রত্যেক রাকায়াতেই সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো ওয়াজিব। অর্থাৎ বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত মিলানো ওয়াজিব।
আবা-২৫

0 Comments: